E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আওয়ামী লীগের জনসভা শুরু

২০১৫ নভেম্বর ০২ ১৬:০৭:৪৬
আওয়ামী লীগের জনসভা শুরু

স্টাফ রিপোর্টার : জেলহত্যা দিবস উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা শুরু হয়েছে।

সোমবার দুপুর পৌনে তিনটায় জনসভার কার্যক্রম শুরু হয়।

এর আগে ১২টার পর থেকেই রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড, পাড়া ও মহল্লা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী সমর্থরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এসে সমবেত হতে শুরু করে।

৩ নভেম্বর ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে জনসভাকে সফল করতে গত কয়েক দিন ধরেই সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করে প্রস্তুতি গ্রহণ করে আওয়ামী লীগ।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। এরপর ৩ নভেম্বর কারাগারের অভ্যন্তরে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপটেন মনছুর আলী ও এইচএম কামরুজ্জামানকেও হত্যা করা হয়।

(ওএস/এএস/নভেম্বর ০২, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test