E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

লোহাগড়ায় আওয়ামী লীগ প্রার্থীর শো-ডাউন

২০১৫ নভেম্বর ০২ ১৬:২৮:০৪
লোহাগড়ায় আওয়ামী লীগ প্রার্থীর শো-ডাউন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া পৌরসভায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। পৌর এলাকার সর্বত্র নির্বাচনী প্রচার-প্রচারনা ও জল্পনা-কল্পনা শুরু হয়েছে। শহরের ব্যস্ততম বানিজ্যিক পয়েন্ট গুলোতে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ছবি সম্বলিত ব্যানার, ফেষ্টুন ও পোষ্টারে ছেয়ে গেছে। সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বেশ আগে-ভাগেই নির্বাচনের মাঠে নেমে পড়েছেন।

সাধারণ ভোটারদের মন জয় করার জন্য সালাম ও শুভেচ্ছা বিনিময় করে দোয়া-সমর্থন চাইছেন। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা দলীয় মনোনয়ন লাভের আশায় রাজনৈতিক নেতাদের ব্যাপক সাথে গ্রুপিং-লবিং শুরু করেছেন।

আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসের শুরুতে লোহাগড়া পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। সে অনুযায়ী নির্বাচনের আর মাত্র দু’মাস বাকি থাকলেও সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা জোরে শোরেই নির্বাচনী প্রচার-প্রচারনায় নেমে পড়েছেন।

বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ মেয়র প্রার্থী মোঃ নাজরুল করিম বাবু’র সমর্থনে লোহাগড়ায় শো ডাউন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকাল ৩টায় জয়পুর পরশমনি মহাশ্বশান থেকে বাবুর সমর্থনে ১নং ওয়ার্ডের ৮টি গ্রামের ভোটাররা প্রায় তিন শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে পৌর এলাকার লোহাগড়া, লক্ষ্মীপাশা, কচুবাড়িয়া, রামপুর, মশাঘুনি, খলিসাখালী, রাজুপুর, কুন্দসী, ছাতড়া, মাইটকুমড়া, জয়পুর, গোফাডাঙ্গা, বিনোদনগরসহ পৌর সভার ৯টি ওয়ার্ড প্রদক্ষিণ করেন। পরে জয়পুর জেসিজি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল আজিজ মোল্যা, শুকুর মোল্যা, হাফিজার শিকদার, আহাদ শিকদার, মোতালেব ফকির, শাহিদুর রহমান, বিজন কুমার, মন্নু মোল্যা ও মেয়র প্রার্থী মোঃ নাজরুল করিম বাবু।

সমাবেশে তিনি বলেন, ‘রাজনীতিতে তরুণ নেতৃত্ব প্রতিষ্ঠা ও অবহেলিত লোহাগড়া পৌর সভার উন্নয়নের লক্ষ্যে আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করবেন। এ জন্য তিনি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।

(আরএম/এএস/নভেম্বর ০২, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test