E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘মৃত্যুকূপে পরিণত দেশে এখন দুঃশাসন চলছে’

২০১৫ নভেম্বর ০২ ১৮:৫১:৫৫
‘মৃত্যুকূপে পরিণত দেশে এখন দুঃশাসন চলছে’

নাটোর প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ বলেছেন, বাংলাদেশ এখন মৃত্যুকুপে পরিনত হয়েছে। মানুষের কোন নিরাপত্তা নেই, দেশে এখন চরম দুঃশাসন চলছে। দেশের মানুষ এমন গণতন্ত্র চায় না, জনগণের গণতন্ত্র চায়।

সোমবার দুপুরে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মিলনায়তনে জেলা জাতীয় পাটির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাটোর জেলা জাতীয় পাটির সভাপতি সাবেক এমপি মজিবুর রহমান সেন্টুর সভাপতিত্বে হুসাইন মুহাম্মদ এরশাদ বলেন, প্রতিদিন খবরের কাগজ খুললেই হত্যা, ধর্ষণ, লুটপাট ও দুর্নীতি ছাড়া কোন সুসংবাদ পাওয়া যায় না। প্রকাশক দীপনের বাবা কেন তার যুবক সন্তানের হত্যার বিচার চান না তা আমাদের সবাইকে বুঝতে হবে। বিচার পাওয়ার কোন সম্ভাবনা নেই বুঝতে পেরেই সন্তান হত্যার কষ্ট বুকে নিয়েও উনি বিচার চান নাই। সরকারের একের পর এক ব্যর্থতা, দুঃশাসন ও দুর্নীতির কারণেই এমন হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না। তিনি আরো বলেন, মানুষ জানতে চায় দেশে এ সব কি হচ্ছে? কেন এমন হচ্ছে? আমরা কোন উত্তর দিতে পারি না।

আমি ক্ষমতা গ্রহণের সময় দেশে ৭৮০ মেগাওয়াট বিদ্যুুৎ ছিল ক্ষমতা ছাড়ার সময় রেখে গিয়েছিলাম চার হাজার ৮০০ মেগাওয়াট। আমি ২৪টি জেলা, সব উপজেলা, সকল উপজেলায় হাসপাতাল, এলজিইডি স্থাপনের মাধ্যমে সারাদেশে রাস্তা-ঘাট সহ সব ধরনের উন্নয়ন করেছি। এখনও প্রেসিডেন্ট পদ্ধতিতে ভোট দিলে আওয়ামী লীগ ও বিএনপিকে হারিয়ে তিনি বিজয়ী হবেন বলে দুই নেত্রীর উদ্দেশ্য চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী জিএম কাদের ও সুনীল শুভ রায় প্রমুখ। পরে সাবেক এমপি মজিবুর রহমান সেন্টুকে নাটোর জেলা জাপার সভাপতি ও আলাউদ্দিন মৃধাকে সাধারণ সম্পাদক ঘোষণা করে আগামী ১০ দিনের মধ্যে জেলা জাতীয় পাটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয়ার কথা জানান এরশাদ।

(এমআর/এএস/নভেম্বর ০২, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test