E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপির সঙ্গে কোনো আলোচনা নয়’

২০১৫ নভেম্বর ১০ ১৫:৩২:২৭
‘বিএনপির সঙ্গে কোনো আলোচনা নয়’

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ লড়াইয়ে বিশ্বাস করে। এ লড়াই হবে ২০১৯ সালের নির্বাচনে। বিএনপির সঙ্গে কোনো সমঝোতা ও আলোচনা হবে না।

মঙ্গলবার রাজধানীতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০১৫ উপলক্ষে আইডিইবি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ২০১৯ সালের লড়াইয়ে প্রমাণ হবে কে বাংলাদেশ, কে জিম্বাবুয়ে। আমাদের একটাই লক্ষ্য, ৭১’র ঘাতকদের দণ্ড কার্যকর করা।

বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়া ও তার স্বামী জিয়াউর রহমান একাত্তরের খুনিদের প্রশ্রয় দিয়েছেন। খালেদা মনে করেন, একাত্তরের ঘাতক জামায়াত-শিবির তাদের বন্ধু। তাই তাদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না।

তিনি আরও বলেন, সমঝোতা ও আলোচনার কথা হলো একটি চটকদার কথা। এর মাধ্যমে কোনো সমস্যার সমাধান আসে না। সংবাদ মাধ্যমে শুধু হেডলাইন হওয়া যায়। আমরা কোনো আলোচনা বা সমঝোতা করবো না। নির্বাচনের মাধ্যমেই সবকিছু নির্ধারিত হবে। আর ২০১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মঈন উদ্দীন খান বাদল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম প্রমুখ।

(ওএস/এএস/নভেম্বর ১০, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test