E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সুষ্ঠু নির্বাচন নিয়ে বিভ্রান্তি আছে’

২০১৫ ডিসেম্বর ০৮ ১৮:২৮:০৫
‘সুষ্ঠু নির্বাচন নিয়ে বিভ্রান্তি আছে’

লালমনিরহাট প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এইচএম এরশাদ বলেন, জাতীয় পার্টি এই নির্বাচনে অংশ নিয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কি না, তা নিয়ে সাধারণ মানুষের মনে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারতের কুচবিহার জেলার দিনহাটায় পৈতৃকবাড়িতে তিন দিনের ব্যক্তিগত সফরে যাওয়ার পথে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এরশাদ বলেন, পৌর নির্বাচন যদি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হয় তাহলে সাধারণ মানুষের কাছে বর্তমান সরকারের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে।

তিনি এক প্রশ্নের জবাবে বলেন, যে বিএনপি একদিন জাতীয় পার্টিকে নিঃশেষ করার চক্রান্ত করেছিল। আমাকে জেলে পাঠিয়েছিল। সেই বিএনপিই আজ নিঃশেষের পথে।

এসময় এইচএম এরশাদের ছেলে এরিক এরশাদ, ছোট ভাই জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, ব্যক্তিগত সহকারী আব্দুল ওহাব ও গাড়ি চালক আব্দুল মান্নান তার সঙ্গে ভারতে যান।

এর আগে বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার এনামুল হকের আমন্ত্রণে তার কার্যালয়ে চা-চক্রের আমন্ত্রণে কিছুক্ষণ যাত্রা বিরতি করেন এইচএম এরশাদ।

এইচএম এরশাদকে বহনকারী ব্যক্তিগত গাড়িতে করেই বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫৭ মিনিটে ভারতে প্রবেশ করলে কোচবিহার জেলার মেখলিগঞ্জ সাব-ডিভিশনাল কর্মকর্তা রঞ্জন কুমার ঝাঁ, কোচবিহার পুলিশ সুপার রাজেশ কুমার, ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাবেক নেতা দীপ্তিমান সেনগুপ্তসহ বিএসএফ কর্মকর্তারা স্বাগত জানান।

(ওএস/এএস/ডিসেম্বর ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test