E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে প্রার্থীদের পোস্টার নিষিদ্ধ পলিথিনে ঝুলছে

২০১৫ ডিসেম্বর ২০ ১৮:০৪:২৪
চাটমোহরে প্রার্থীদের পোস্টার নিষিদ্ধ পলিথিনে ঝুলছে

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর পৌরসভা নির্বাচন নিষিদ্ধ পলিথিন ব্যবহৃত হচ্ছে নির্বাচনী প্রচারণায় পোস্টার ঝুলানোয়। পৌর এলাকার সর্বত্রই মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নিজেদের পোষ্টারগুলো দীর্ঘস্থায়ী করার জন্য অগণিত পলিথিন দিয়ে মুড়িয়ে এলাকার বিভিন্ন স্থানে ঝুলিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে।

শনিবার সরেজমিনে পৌর এলাকার বিভিন্ন জায়গায় গিয়ে দেখা গেছে, এ পৌরসভা থেকে নির্বাচনে মেয়র ও কাউন্সিলররা বিভিন্ন বাজার, দোকান-পাট, পাড়া-মহল্লা, রাস্তা-ঘাট, বহুতল ভবন, বিভিন্ন অফিস কার্যালয়, গাছে গাছে পলিথিন ব্যাগে মোড়ানো নির্বাচনী পোস্টারের ছড়াছড়ি। এখন আর আগের মতো বাড়ি-বাড়ি বিভিন্ন ঘরে পোস্টার লাগানো না দেখা গেলেও সেখানে স্টিকার দেখা যাচ্ছে।

একাধিক প্রার্থী জানান, পলিথিন ব্যাগ ছাড়া পোস্টার ঝুলানো হলে বৃষ্টি ও কুয়াশার পানিতে দ্রুত তা নষ্ট হয়ে যায়। বার বার পোস্টার ঝুলানোর ঝামেলা এবং খরচ বাঁচাতেই পলিথিন ব্যবহার করা হচ্ছে।

(এসএইচএম/এইচআর/ডিসেম্বর ২০, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test