E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পৌরসভা নির্বাচন : দুর্গাপুরে হবে হাড্ডাহাড্ডি লড়াই

২০১৫ ডিসেম্বর ২১ ১৪:৫৮:০৭
পৌরসভা নির্বাচন : দুর্গাপুরে হবে হাড্ডাহাড্ডি লড়াই

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার ৫টি পৌরসভার মধ্যে দুর্গাপুর হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য ঘেষা গারো পাহাড়ের পাদদেশের ব্যাতিক্রমী একটি পৌরসভা। সীমান্তবর্তী এ পৌরসভায় রয়েছে সকল সম্প্রদায়ের জনগনের একত্রে বসবাস। ১৯৯০ সালে ৯টি ওয়ার্ড নিয়ে প্রতিষ্ঠিত হয় পৌরসভাটি।

দুর্গাপুর পৌর নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে জমজমাট নির্বাচনী প্রাচরণা চলছে। প্রার্থীদের পোষ্টারে ছেয়ে গেছে পাড়া মহল্লার অলি-গলি। দেশের দুটি বৃহত্তম রাজনৈতিক দল আ’লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীরা দলীয় পরিচয়ে দলীয় প্রতীক নৌকা, ধানের শীষ নিয়ে ভোট যুদ্ধে নামায় শুধু পৌর এলাকা নয় সমগ্র উপজেলার হাট বাজার নির্বাচন কেন্দ্রীক আলোচনায় সরগরম হয়ে ওঠেছে। এখানে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হলেন আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন ও আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী হলেন আলহাজ্ব মোঃ আব্দুস ছালাম। আ’লীগ ও বিএনপির কর্মী সমর্থকরা দলের মনোনীত মেয়র-কাউন্সিলর প্রার্থীদের বিজয়ী করতে সর্বাত্বক চেষ্টা চালাচ্ছেন। ফলে মেয়র পদে দু’প্রার্থীর মধ্যে হাড্ডা-হাড্ডি লড়াইয়ের সম্ভাবনা বেশী বলে রাজনৈতিক বিশ্লেষকরা অভিমত ব্যক্ত করেছেন।

ভোটারদের কাছে প্রত্যেকেই উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোট প্রার্থনা করছেন । ভোটারাও করছেন চুল ছেড়া বিশ্লেষন। যিনি পৌর এলাকার সার্বিক উন্নয়নে এগিয়ে আসবেন এমন একজনকেই তারা নির্বাচিত করবেন। দুর্গাপুর পৌরসভায় মোট ভোটার ১৬ হাজার ৫৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৫৫ জন আর মহিলা ভোটার ৮ হাজার ৩শত ৯৭ জন। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দানের শেষ দিনে উৎসব মুখর পরিবেশে মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে বিএনপি বিদ্রোহী একজন মেয়র প্রাথী আতাউর রহমান ফরিদ মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন । ফলে মেয়র পদে ২ জন, কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। শুধু পৌর এলাকা নয় সমগ্র উপজেলার হাট বাজার, চায়ের স্টলে পৌর নির্বাচন নিয়ে আলোচনা সমালোচার ঝড় তুলছে আ’লীগ ও বিএনপির কর্মী সমর্থকরা।

এদিকে মেয়র-কাউন্সিলর প্রার্থীরা তাদের বিজয় নিশ্চিত করার লক্ষে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত কনে কনে শীত ও প্রচন্ড কুয়াশা উপেক্ষা করে ভোটাদের বাড়ি বাড়ি ছুটছেন। পাড়া-মহল্লায় চলছে প্রার্থীদের কুশল বিনিময়সহ ভোট প্রার্থনা। কুশল বিনিময়ের মধ্য দিয়ে প্রার্থীরা ভোটারদের মাঝে নিজেদেরকে যোগ্য প্রমান করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। প্রার্থীদের নানা প্রতিশ্রতি সহ প্রার্থীদের যোগ্যতা নিয়ে হাটে-মাঠে-ঘাটে, চায়ের স্টল, শিক্ষা প্রতিষ্টান, অফিসসহ সর্বত্র চলছে চুলচেরা বিশ্লেষণ। ভোট প্রার্থনায় মহিলা কাউন্সিলর প্রাথীরাও বেশ তৎপর। কাউন্সিলর প্রার্থীরাসহ তাদের সমর্থকরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন।

এ ব্যাপারে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী হাজী মোঃ জামাল উদ্দিন বলেন, দলে কোনো গ্রুপিং নেই। দলের সবাই আমার সাথে আছে। জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদি। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হাজী মোঃ আব্দুস ছালাম জানান, আ’লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে শুরু থেকেই দল একমত হয়ে একাধিক প্রার্থী না দিয়ে দলের সিদ্ধান্তের প্রতি অনুগত থেকে সকলেই মাঠে একসাথে কাজ করে যাচ্ছে, তিনিও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মঞ্জুরুল হক জানান এ পৌর এলাকায় ভোটার এলাকার সংখ্যা ১৮টি, ভোট কেন্দ্র ০৯টি ,ভোট কক্ষের সংখ্যা ৫৬টি । ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর বুধবার সকাল ৮ টা বিকাল ৪ টা পর্যন্ত।

(এনএস/এইচআর/ডিসেম্বর ২১,২০১৫)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test