E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘খালেদা জিয়া পাকিস্তানের সুরে কথা বলছেন’

২০১৫ ডিসেম্বর ২৩ ১২:৪৫:৪৯
‘খালেদা জিয়া পাকিস্তানের সুরে কথা বলছেন’

স্টাফ রিপোর্টার: বিএনপি নেত্রী খালেদা জিয়া পাকিস্তানের সুরে কথা বলছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বুধবার সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ট্যারিফ কমিশনের উদ্যোগে ‘এন্টি-ডাম্পিং, কাউন্টারভেইলিং এবং সেইফগার্ড মেজার্জ’ সংক্রান্ত দিনব্যাপী কর্মশলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সারাবিশ্ব বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্বীকৃতি দিয়েছে। মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়েছে। অথচ বিএনপি নেত্রী এ দেশের শহীদদের নিয়ে বিতর্ক তুলেছেন। তিনি শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি এর আগে যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছেন। কিন্তু তাদের বাঁচাতে পারেননি।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া ইচ্ছা করে দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি দেশের প্রধানমন্ত্রীকে কীভাবে সম্বোধন করতে হয় তাও ভুলে গেছেন। পরিস্থিতি দেখে মনে হচ্ছে তিনি পাকিস্তানের অনুচর। তিনি পাকিস্তানের সুরে কথা বলছেন।’

তোফায়েল আহমেদ বলেন, ‘অসাধু বাণিজ্য প্রতিকারের মাধ্যমে স্থানীয় শিল্পের ন্যায়সঙ্গত স্বার্থ নিয়ে কাজ করে ট্যারিফ কমিশন। বিশ্ব বাণিজ্য সংস্থার সংশ্লিষ্ট চুক্তিসমূহের সঙ্গে সঙ্গতি রেখে এন্টি-ডাম্পিং, কাউন্টার ভেইলিং ডিউটি নিয়ে কাজ করে। ট্যারিফ কমিশনের কাজ আরও শক্তিশালী করতে এই সেমিনার কাজ করবে।’

অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, ‘দেশের স্বার্থরক্ষায় ট্যারিফ কমিশনকে আরও জোরালো কাজ করতে হবে। কারণ দেশীয় শিল্পের স্বার্থরক্ষা হলে দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন ও ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুর্তজ্ রেজা চৌধুরী।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৩,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test