E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

'নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোন সম্ভবনা নেই'

২০১৫ ডিসেম্বর ২৬ ১৯:৫২:২৫
'নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোন সম্ভবনা নেই'

সিরাজগঞ্জ প্রতিনিধি : আসন্ন পৌরসভা নির্বাচনে সেনা মোতায়ন না হলেও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোন সম্ভবনা নেই বলে সাফ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শনিবার রাতে রায়গঞ্জ ও সিরাজগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এ নির্বাচন থেকে সরে না আসার এ সিদ্ধান্তের কথা জানান। তিনি আরও বলেন উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় গণসংযোগ করে ধানের শীষের ব্যাপক সাড়া পেয়েছি। এ পর্যন্ত যেসব এলাকা গিয়েছি নির্বাচনী পরিবেশ স্বাভাবিক পেয়েছি। তবে নেতা কর্মীদের গ্রেফতার ও হয়রানীর অভিযোগ রয়েছে। সুষ্ঠ নির্বাচনের জন্য সেনা মোতায়নের দাবি জানিয়েছি তবে সেনাবাহিনী মোতায়ন না হলেও শেষ পর্যন্ত নির্বাচনে থাকার কথা জানান তিনি। তবে নির্বাচন সুষ্ঠু না হলে সরকার পতনের আন্দোলনের কর্মসূচি দেয়া হবে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কর্মসূচির বিষয়টি স্থায়ী কমিটি নেবেন বলে জানান।

গণসংযোগের সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ ও জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ সিরাজগঞ্জ পৌরসভা বিএনপি মেয়র প্রার্থী মোঃ মোকাদ্দেস আলী ও রায়গঞ্জ পৌরসভা বিএনপি মেয়র প্রার্থী মোঃ নূও সাঈদ সহ দলীয় নেতা কর্মীরা সঙ্গে ছিলেন।

(এসএস/পি/ডিসেম্বর ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test