E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

২০১৫ ডিসেম্বর ২৮ ১৮:০৭:২৯
শেরপুরে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শেরপুর প্রতিনিধি : শেরপুর পৌরসভায় বিএনপি’র ধানের শীষ প্রতিকের মেয়র প্রার্থী আব্দুর রাজ্জাক আশীষকে আচরনবিধি লঙ্ঘনের অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করার অভিযোগে ২৮ ডিসেম্বর শনিবার এ জরিমানা আদায় করা হয় বলে জানান রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পাল।

রিটার্নিং অফিসার বলেন, রবিবার রাতে ধানের শীষ প্রতিকের প্রার্থী আব্দর রাজ্জাক আশীষের পক্ষে আচরণ বিধি লঙ্ঘন করে শহরে মিছিল করা হয়। এ ব্যাপারে তাকে ‘শোকজ’ (কারণ দর্শাও) করা হলে তিনি তার জবাব দেন। কিন্তু সেই জবাব সন্তোষজনক না হওয়ায় সোমবার ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ হাজার টাকা জরিমানা করলে তিনি তা পরিশোধ করেন।

এদিকে, নকলা পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ‘জগ’ প্রতিকের স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকীর এক কর্মীকে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত সোহাগ মিয়া (২৪) নকলা শহরের কুর্শাবাদাগৈড় এলাকার আব্দুল খালেকের ছেলে। সোমবার বিকাল আড়াইটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) শামসুদ্দিন মুন্নার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো. মাকসুদুল আলম জানান, পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ব্যবহার ও অসদাচরণ করায় ভ্রাম্যমাণ আদালতে সোহাগ মিয়াকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। স্থানীয়রা জানায়, সোহাগ মিয়া একজন ছাত্রলীগ কর্মী। সে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকীর সক্রিয় কর্মী।

নকলা থানার ওসি মো. হায়দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের সাজাপ্রাপ্ত সোহাগকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

(এইচবি/এএস/ডিসেম্বর ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test