E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

২০১৫ ডিসেম্বর ২৯ ১৫:৪০:৪২
কুষ্টিয়ায় নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ৫টি পৌরসভায় নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। মঙ্গলবার জেলা নির্বাচন অফিস থেকে ব্যালট পেপার, ব্যালট বক্সসহ ভোট গ্রহণের সব রকম উপকরণ কুষ্টিয়া সদর, মিরপুর, ভেড়ামারা, খোকসা ও কুমারখালী পৌরসভার ৯২টি ভোট কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পাঠানো হয়।

ভোট গ্রহণ সম্পর্কে রিটার্নিং অফিসার মুজিব-উল-ফেরদৌস বলেন, ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাচঁটি পৌরসভার ৯২টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন উপলক্ষে কেন্দ্র গুলোতে নিরাপত্তার পাশাপাশি সার্বক্ষনিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নের্তৃত্বে ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান টিম এবং র‌্যাব ও বিজিবির টহল অব্যাহত থাকবে।

পুলিশ সুপার প্রলয় চিচিম জানান, নির্বাচনে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রতিটি কেন্দ্রে ৯ জন পুলিশ ও ১৪ জন আনসার সদস্য থাকবে। এ ছাড়াও র‌্যাবের পাশাপাশি মোবাইল ও স্ট্রাইকিং টিম থাকবে।

(কেকে/এএস/ডিসেম্বর ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test