E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় পৌর নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন

২০১৫ ডিসেম্বর ২৯ ১৬:২৭:৪৩
সাতক্ষীরায় পৌর নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার দুটি পৌরসভায় সুষ্ঠুভাবে ভোটগ্রহনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মঙ্গলবার দুপুরে ভোট কেন্দ্র গুলিতে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরাঞ্জম ভোট কেন্দ্রে পৌছানোর প্রস্তুতি নিয়েছে।

সাতক্ষীরা পৌরসভায় ৩১টি ও কলারোয়া পৌরসভায় নয়টি ভোট কেন্দ্রে ভোট গ্রহনের জন্য ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে। দুটি পৌর সভায় শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে জন্য বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর সদস্যদের পাশাপাশি ফশন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

প্রতিটি ভোটকেন্দ্রে ২০ জন নিরাপত্তা কর্মী কাজ করবেন। এরমধ্যে একজন উপপরিদর্শক (এসআই) এর নেতৃত্বে আট জন পুলিশ ও ১২জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর বাইরে দু’টি পৌরসভায় নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৯টি ভ্রাম্যমাণ টিম কাজ করবেন। এর মধ্যে সাতক্ষীরায় ছয়টি ও কলারোয়ায় তিনটি টিম থাকবে। এছাড়া দুই পৌরসভায় দু’জন সহকারী পুলিশ সুপার তদারকির দায়িত্বে থাকবেন।

এ বিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ছয় স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হবে।

প্রসঙ্গত, সাতক্ষীরা পৌর সভায় ৩১ টি ভোট কেন্দ্রে ৭৯ হাজার ৬৩৪ জন ভোটার এবং কলারোয়া পৌর সভার নয়টি ভোট কেন্দ্রে ১৮ হাজার ৫২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বুধবার সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ চলবে।

এদিকে ভোটকে কেন্দ্র করে চারিদিকে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। পচার প্রচারণা শেষ হলেও প্রার্থীরা আস্থাভাজনদের সাথে হাতে হাত মিলিয়ে নির্বাচনী ভাব বিনিময় করছেন। আচরণ বিধির উপর সতর্ক দৃষ্টি রেখে প্রার্থীরা রাস্তাঘাটে ভোটারদের সাথে হাতে হাত মিলিয়ে কোলাকুলিও করছেন। এসবের ফাঁকে কেউ কেউ নিজ নিজ প্রতীকের কথাটিও শেষ বারের মতো মনে করিয়ে দিচ্ছেন সাধারণ ভোটারদের।

(আরকে/এএস/ডিসেম্বর ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test