E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পৌর নির্বাচন : বরিশালে সকল প্রস্তুতি সম্পন্ন

২০১৫ ডিসেম্বর ২৯ ১৮:২২:৫২
পৌর নির্বাচন : বরিশালে সকল প্রস্তুতি সম্পন্ন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বিভাগের ১৭টি পৌরসভার ১৭৬টি ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক মাঠে নেমেছেন ১৭জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। পাশাপাশি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৬ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন। এসব কেন্দ্রে ২ লাখ ৭৬ হাজার ৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে ১ লাখ ৪০ হাজার ১১৬ পুরুষ এবং ১ লাখ ৩৫ হাজার ৯২৪ জন নারী ভোটার।

এদিকে বরিশালের ১৭টি পৌরসভার ১১৮টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। কম ঝুঁকির মধ্যে রয়েছে ২৮টি। মাত্র ৩০টি কেন্দ্রকে সাধারণ ভোট কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন কমিশন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। বরিশাল বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মীর শাহজাহান জানান, জেলার ৬টি পৌরসভায় ৩৪টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ, কম ঝুঁকিপূর্ণ ১০টি এবং সাধারণ কেন্দ্র হচ্ছে ১৪টি। এ জেলার বাকেরগঞ্জে অধিক ঝুঁকিপূর্ণ ৩টি ও সাধারণ ৬টি এবং উজিরপুরে অধিক ৬টি এবং সাধারণ ৩টি। এ দু’টি পৌরসভায় কম ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই। গৌরনদী পৌরসভায় ১৩টি কেন্দ্রের মধ্যে ৮টি অধিক ঝুঁকিপূর্ণ এবং ৫টি কম ঝুঁকিপূর্ণ। এখানে সাধারণ কোনো কেন্দ্র নেই। মুলাদীতে অধিক ঝুঁকিপূর্ণ ৫টি, কম ৩টি এবং সাধারণ ১টি। মেহেন্দীগঞ্জে অধিক ৫টি, কম ১টি এবং সাধারণ ৩টি। বানারীপাড়ায় অধিক ৭টি, কম ১টি এবং সাধারণ ১টি।

পটুয়াখালী জেলায় ২টি পৌরসভায় অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হচ্ছে ১৪টি এবং কম ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই। এ দু’টি পৌরসভায় সাধারণ কেন্দ্র হচ্ছে ৪টি। কলাপাড়া পৌরসভায় ৯টি কেন্দ্রের মধ্যে ৭টি অধিক ঝুঁকিপূর্ণ। বাকি ২টি সাধারণ। কুয়াকাটার ৭টি অধিক এবং ২টি রয়েছে সাধারণ কেন্দ্র। ঝালকাঠি জেলায় শুধুমাত্র নলছিটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ পৌরসভায় ১০টি কেন্দ্রের সবগুলোই অধিক ঝুঁকিপূর্ণ।

পিরোজপুর জেলা সদরে ১৮টি কেন্দ্রের মধ্যে ১৬টি অধিক ঝুঁকিপূর্ণ। বাকি ২টি সাধারণ। স্বরূপকাঠিতে ৯টি কেন্দ্রের মধ্যে ৬টি অধিক ঝুঁকিপূর্ণ এবং ৩টি সাধারণ কেন্দ্র। বরগুনা জেলার ৩টি পৌরসভায় অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হচ্ছে ২০টি। এছাড়া কম ঝুঁকিপূর্ণ ৩টি এবং সাধারণ হচ্ছে ৪টি। এ জেলার সদর পৌরসভার ৯টি কেন্দ্রের সবক’টিকেই অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বেতাগীতে অধিক ৫টি এবং সাধারণ ৪টি।

এ পৌরসভায় কম ঝুঁকিপূর্ণ কোনো কেন্দ্র নেই। পাথরঘাটায় অধিক ৬টি এবং কম ঝুঁকিপূর্ণ ৩টি। এখানে সাধারণ কোনো কেন্দ্র নেই। ভোলা জেলার ৩টি পৌরসভায় অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হচ্ছে ১৮টি, কম ঝুঁকিপূর্ণ ১২টি। সদর পৌরসভার ৯টি কেন্দ্রের সবক’টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বোরহানউদ্দিন পৌরসভায় অধিক ঝুঁকিপূর্ণ কোনো কেন্দ্র নেই। তবে কম ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৬টি এবং সাধারণ ৩টি। দৌলতখান পৌরসভার ৯টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ এবং কম ঝুঁকিপূর্ণ কেন্দ্র হচ্ছে ৯টি। এ পৌরসভায় সাধারণ কোনো কেন্দ্র নেই।

বরিশাল বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মীর শাহজাহান জানান, সাধারণ কেন্দ্রে পাঁচজন করে বন্দুকধারী পুলিশ, দুইজন করে বন্দুকধারী আনসার এবং লাঠি হাতে ১৩ জনসহ মোট ২০ জন সদস্য দায়িত্ব পালন করবেন। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রে একজন বন্দুকধারী পুলিশ বেশি থাকবে। নিরাপত্তা প্রসঙ্গে বরিশাল রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির জানান, পাঁচ হাজারের অধিক আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্রধারী ও নিরস্ত্র সদস্যরা নির্বাচনকালীন সময় কাজ করবেন।

(টিবি/এএস/ডিসেম্বর ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test