E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিংড়ার বিএনপি মেয়র প্রার্থীর নিরাপত্তায় পুলিশ নিয়োগের দাবি

২০১৫ ডিসেম্বর ২৯ ১৮:৪৫:২৪
সিংড়ার বিএনপি মেয়র প্রার্থীর নিরাপত্তায় পুলিশ নিয়োগের দাবি

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়া পৌর নির্বাচনে এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন সহ প্রার্থীর চলাফেরার পথে ও বাসভবন এলাকায় ক্ষমতাসীন দলের কর্মীদের প্রহরা রাখার অভিযোগ করেছেন মেয়র প্রার্থী শামিম আল রাজি।

তিনি তার নিরাপত্তার জন্য বাসভবনে পুলিশ প্রহরার আবেদন করেছেন। অপরদিকে নাটোর সদর পৌরসভার বিএনপি প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুন দলীয় নেতা কর্মীদের আইন শৃংখলা বাহিনী দিয়ে হুমকি সহ গ্রেফতার করে সুষ্ঠ নির্বাচনী পরিবেশ নষ্ট করার অভিযোগ করেছেন। মঙ্গলবার দুপুরে নাটোর ও সিংড়ায় পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ করা হয়।

সিংড়া উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে মেয়র প্রার্থী শামিম আল রাজি লিখিত বক্তব্যে বলেন গত দু’দিন ধরে ক্ষমতাসীন দলের কর্মীরা তার বাসার সামনে অবস্থান নিয়ে রয়েছে। রাত্রিতে টর্চ জ্বালিয়ে বাড়ির ভেতরে উঁকি মারা হচ্ছে। এছাড়া প্রচারনায় বের হলে তারাও পিছু নিয়ে উত্যক্ত করতে থাকে। বখাটেরা যেভাবে নারীদের ইভটিজিং করে। ঠিক তেমনভাবে তারা উত্যক্ত বা উত্তেজিত করার চেষ্টা করে। ভোটারদের সাথে কথা বলতে গেলে তারাও সেখানে গিয়ে অবস্থান নিয়ে অশালীন অঙ্গ ভঙ্গি করতে থাকে। এবিষয়ে স্থানীয় প্রশাসনকে জানিয়েও প্রতিকার পাননি । এছাড়া তিনি তার পোলিং এজেন্টদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বজলার রহমান বাচ্চু,মজিবর রহমান মন্টু,শাহাদত হোসেন, ইব্রাহীম খলিল প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে নাটোরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপির মেয়র প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুন বলেন, তিনি ধানের শীষের পক্ষের সকল নেতা কর্মী ও সমর্থকদের প্রাননাশের হুমকি দেওয়া হচ্ছে।তার এজেন্টদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে। আইন শৃংখলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ তুলে তিনি বলেন,কোন কারন ছাড়াই আইন শৃংখলা বাহিনীর সদস্যরা বিএনপির নেতা কর্মীদের বাড়িতে গিয়ে হানা দিচ্ছে। কোন মামলা নেই এমন নেতা কর্মীদের গ্রেফতার করা হচ্ছে।

সিংড়া ও নাটোর পৌরসভার বিএনপির ওই দুই মেয়র প্রার্থী আইন শৃংখলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগীতা কামনা করে ভোটাররা যাতে নির্ভয়ে এবং স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য তারা দাবি জানিয়েছেন।

(এমআর/এএস/ডিসেম্বর ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test