E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রকাশ্যে নৌকায় সিল মারা হচ্ছে, রিজভীর অভিযোগ

২০১৫ ডিসেম্বর ৩০ ১২:২৩:০৫
প্রকাশ্যে নৌকায় সিল মারা হচ্ছে, রিজভীর অভিযোগ

স্টাফ রিপোর্টার :ভোটগ্রহণ শুরুর পর থেকে বেশকিছু পৌরসভায় দলের এজেন্টদের মারধর করে বের করে দিয়ে ক্ষমতসীনরা প্রকাশ্যে নৌকায় সিল মারছে বলে অভিযোগ করেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার সকালে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রথম দফার সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।

রহুল কবির রিজভী বলেন, পৌরসভা নির্বাচন নিয়ে শুরু থেকে আমাদের আশঙ্কার বৈশিষ্ট্য সকাল থেকে ফুটে উঠেছে। বেশকিছু পৌরসভায় প্রশাসনের সহায়তায় নৌকায় সিল মারা হচ্ছে। ধানের শীষের এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। অনেক জায়গায় ক্ষমতাসীনরা ত্রাসের সৃষ্টি করে সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে।

অনেক জায়গায় এরই মধ্যে জনতা সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে বলে দাবি করেন রিজভী। গাজীপুরের শ্রীপুরে সাংবাদিকদের বাড়িতে বাড়িতে পুলিশ হানা দিচ্ছে এমন অভিযোগও করেন তিনি। এছাড়া রাজশাহীতে দৈনিক দিনকাল ও এটিএন নিউজের সাংবাদিকদের ক্যামেরাপারসনসহ আটক করা হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী।

লক্ষ্মীপুরে মঙ্গলবার রাত থেকে নৌকায় ভোট দেওয়া হচ্ছে এমন অভিযোগ করে রিজভী বলেন, রায়পুর, নাটোর, বরগুনার বেতাগী, পাথরঘাটা, ঝালকাঠি, মৌলভীবাজারের কমলগঞ্জ, নোয়াখালী, জামালপুর সদর, মুলাদী, ফেনী, যশোর, চাঁদপুরের কচুয়া, চট্টগ্রামের রাউজানসহ বেশকিছু জায়গায় ধানের শীষের এজেন্টদের বের করে দিয়ে নৌকায় সিল মারা হচ্ছে। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, ‘নির্বাচনকে জালিয়াতির ওপর না সাজিয়ে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করুন। যেসব জায়গায় কেন্দ্র দখল হয়েছে সেসব জায়গায় পুনরায় ভোটগ্রহণের ব্যবস্থা করুন।’



(ওএস/এস/ডিসেম্বর৩০,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test