E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নতুন বছরে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খালেদার

২০১৫ ডিসেম্বর ৩১ ১৪:৪১:১২
নতুন বছরে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খালেদার

স্টাফ রিপোর্টার : ‘দেশে দুরভিসন্ধিমূলক পরিকল্পনায় গণতন্ত্রকে বিপন্ন করা হয়েছে’ এমন মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তা ফিরিয়ে আনতে সংগ্রামী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন।

নতুন বছর উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

খালেদা জিয়া বলেন, ‘নতুন বছরটি সবার জীবনে বয়ে আনুক বিজয়, অনাবিল সুখ ও শান্তি, বাংলাদেশসহ সারাবিশ্বে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা, দূর হয়ে যাক সব অন্যায়-উৎপীড়ণ, নির্যাতন। বন্ধ হোক হত্যা, গুম, খুন, যুদ্ধ বিগ্রহ ও অমানবিকতাসহ সব ধরণের দমনমূলক নৃশংসতা-নববর্ষের শুরতে আমি এই কামনা করছি। হৃত গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য বাংলাদেশের সংগ্রামী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানাই।’

নববর্ষ উপলক্ষে দেশবাসী এবং বিশ্ববাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সকলের অব্যাহত সুখ, স্বাচ্ছন্দ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে নববর্ষে শুভেচ্ছা জানান তিনি।

বিএনপির প্রধান বলেন, ‘১ জানুয়ারি প্রতিবছর নতুন বার্তা নিয়ে আমাদের দ্বারে উপস্থিত হয়। পুরনো বছরের ব্যর্থতা, তিক্ততা, গ্লানী ও হতাশাকে ঝেড়ে ফেলে নবউদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় নববর্ষ। পাশাপাশি অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুন্দর ভবিষ্যত বিনির্মাণে তৎপর হতে হবে বছরের প্রথম দিন থেকেই। গেল বছরটি এখন আমাদের মনে স্মৃতি হয়ে থাকবে।’

‘গত বৎসরের বেশকিছু তিক্ত অভিজ্ঞতা, স্বজন হারানোর বেদনা এবং অধিকার হারানোর যন্ত্রণা আগামী বৎসরে আমাদের একদিকে যমন বেদনার্ত করবে আবার অন্যদিকে নুতন উদ্যোমে এগিয়ে যেতে তাগিদ সৃষ্টি করবে। বাংলাদেশে দুরভিসন্ধিমূলক পরিকল্পনায় গণতন্ত্রকে বিপন্ন করা হয়েছে। বৈচিত্রের মধ্যে অন্তর্নিহিত ঐক্য গণতন্ত্রের সারাৎসার, কিন্তু বাংলাদেশে চিরন্তন গণতন্ত্রের বহুত্ত্ববাদী বৈচিত্রকে অবসন্ন করে মহলবিশেষ ক্রমাগতভাবে রাষ্ট্রের একচ্ছত্র একমাত্রিক চরিত্র দান করতে এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়েছে’ যোগ করেন তিনি।

খালেদা জিয়া বলেন, ‘বাংলাদেশসহ বিশ্বময় সংঘাত আর অশান্তির ঘটনা প্রবাহে নতুন বছরটিকে গণতন্ত্র, শান্তি ও অগ্রগতির বছরে পরিণত করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। দেশে অজস্র রক্তঋণে অর্জিত গণতন্ত্র অপহৃত হয়েছে। গণবিরোধী শক্তি জনগণের সকল অধিকারকে বন্দি করে রেখেছে।’

‘এ অবস্থায় সকল গণতান্ত্রিক শক্তির মিলিত সংগ্রামে বহুদলীয় গণতন্ত্রকে পূণ:রুদ্ধার করতে হবে’ এমনটাও উল্লেখ করেন খালেদা জিয়া।

অপর এক বার্তায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নববর্ষ উপলক্ষে দেশবাসী ও বিশ্ববাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

বার্তা দু’টিতে সাক্ষার করেন দলের যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

(ওএস/এইচআর/ডিসেম্বর ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test