E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শর্ত সাপেক্ষে অনুমতি পেল বিএনপি

২০১৬ জানুয়ারি ০৪ ১৩:৫২:২৭
শর্ত সাপেক্ষে অনুমতি পেল বিএনপি

স্টাফ রিপোর্টার : বিশেষ বিবেচনায় এবং বেশ কিছু শর্ত সাপেক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটিকে সমাবেশ করার জন্য অনুমতি দিয়েছে সিটি করপোরেশন।

সোমবার বিএনপি নেতারা এ কথা জানান। তবে ডিএমপির অনুমতির বিষয়টি নিশ্চিত করা হয়নি। ডিএমপির গণমাধ্যম শাখার উপ কমিশনার মারুফ হোসেন সরদার জানান, এ ব্যাপারে তাদের তরফ থেকে অনুমতি দেওয়া হয়নি।

দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন (৫ জানুয়ারি) ‘গণতন্ত্র হত্যা’ দিবস পালনের সিদ্ধান্ত নিয়ে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী তে সমাবেশের ঘোষণা দেয় বিএনপি। এর কয়েক ঘন্টার মধ্যে একই স্থানে সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। পাশাপাশি একযোগে রাজধানীর ১৭টি স্থানে এই কর্মসূচির কথা জানিয়েছে দলটি।

বিএনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে দুটি দলেরই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পাওয়া অনিশ্চিত হয়ে ওঠে। এরপর দুটি দলই সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চায়। এক্ষেত্রে আওয়ামী লীগ বঙ্গবন্ধু এভিনিউয়ে এবং বিএনপি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুমতি চায়।

(ওএস/এইচআর/জানুয়ারি ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test