E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধু এভিনিউয়ে আ.লীগের সমাবেশ শুরু

২০১৬ জানুয়ারি ০৫ ১৫:০৪:৩২
বঙ্গবন্ধু এভিনিউয়ে আ.লীগের সমাবেশ শুরু

স্টাফ রিপোর্টার : রাজধানীতে আওয়ামী লীগের দুটি সমাবেশস্থলের মধ্যে বঙ্গবন্ধু এভিনিউয়ে সমাবেশ শুরু হয়েছে। নেতা-কর্মীদের আগমনে এলাকা পূর্ণ হয়ে গেছে। সমাবেশে সভাপতিত্ব করছেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

জিরোপয়েন্ট হয়ে মতিঝিল রুটে পুলিশ যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। দুপুর দেড়টার পর থেকেই আওয়ামী লীগের নেতা-কর্মীরা বর্ণিল সাজে সজ্জিত হয়ে মিছিল শ্লোগানে নেচে গেয়ে সমাবেশস্থলে আসতে থাকে।

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

দশম জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষ পূর্তিতে আওয়ামী লীগ এবছরও রাজধানীর দুটি স্পটে সমাবেশ করছে। একটি হচ্ছে বঙ্গবন্ধু এভিনিউয়ে। অপরটি হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরে রাসেল স্কয়ারে। কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভক্ত হয়ে দুটি স্পটে জড়ো হচ্ছেন। এ ছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং দলীয় সংসদ সদস্যরা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আদলে বিভক্ত হয়ে দুটি সমাবেশস্থলে আসছেন।

আওয়ামী লীগকে শর্ত সাপেক্ষে মঙ্গলবার নিজ কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির মিডিয়া সেন্টারে পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের এ তথ্য জানান। পাশাপাশি ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের মেয়র সাঈদ খোকনও সোমবার দুপুরে নগর ভবনে সংবাদ সম্মেলনে বিএনপিকে নয়াপল্টনে এবং আওয়ামী লীগকে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেয়ার কথা জানান।

(ওএস/এইচআর/জানুয়ারি ০৫, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test