E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হরতাল ডেকে মাঠে নেই জামায়াত

২০১৬ জানুয়ারি ০৭ ১৫:৫৪:২১
হরতাল ডেকে মাঠে নেই জামায়াত

লক্ষ্মীপুর প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড বহাল রাখার প্রতিবাদে দেশব্যাপী জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে তেমন প্রভাব নেই লক্ষ্মীপুরে। বৃহস্পতিবার সকাল থেকে হরতাল সমর্থনে দলটির নেতাকর্মীদের জেলা ও উপজেলার কোন রাস্তা-ঘাটের কোথাও কোনো পিকেটিং করতে দেখা যায়নি।

আগের মতই ছিলে অভ্যন্তরীন রুটে বিভিন্ন ধরনের যানবাহন ও দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল। অফিস, আদালত, ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট ও বিপুনী বিতানগুলো খোলা ছিল। জীবনযাত্রা ছিল সম্পূর্ণ স্বাভাবিক। তবে নাশকতা এবং চোরাগুপ্তা হামলা রোধে পৌর শহরগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলেন অনেক বেশি।

রায়পুর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাষ্টার ইসমাইল হোসেন বলেন, গোপনে দলীয় কার্যক্রম চললেও গত হরতাল-অবরোধের সময় আ.লীয় ও পুলিশের দায়ের করা মামলায় অনেক নেতাকর্মী কারাগারে এবং পলাতক থাকায় পুলিশের ভয়ে মাঠে উঠতে পারছেন না তারা।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ভূইয়া বলেন, হরতালকে কেন্দ্র করে সকাল থেকে পুলিশের তৎপরতা ছিলো। কোথায়ও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কাউকে আটক করা হয়নি।

(এমআরএস/এএস/জানুয়ারি ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test