E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মুক্তিযোদ্ধাদের সম্মান না থাকা সত্যিই দুঃখজনক’

২০১৬ জানুয়ারি ১২ ১৫:২৯:৩১
‘মুক্তিযোদ্ধাদের সম্মান না থাকা সত্যিই দুঃখজনক’

স্টাফ রিপোর্টার : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, মুক্তিযোদ্ধাদের সম্মান না থাকা সত্যিই আমাদের জন্য দুঃখজনক। যে দেশকে যুদ্ধ করে স্বাধীন করলাম সেই দেশেই মুক্তিযোদ্ধাদের কোনো সম্মান নেই।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে চাষী নজরুল ফাউন্ডেশন আয়োজিত ‘কালজয়ী চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম’র ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

কাদের সিদ্দিকী বলেন, আমি মুক্তিযোদ্ধা কী না আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দলিল দস্তাগীর খুঁজে বেড়ায়। আপনারেই বলেন আমি ওই সময় যুদ্ধ করব না দলিল-দস্তাগীর তৈরি করব? বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করায় আমি ১৬ বছর নির্বাসনে ছিলাম, কিন্তু আমাকে ফিরিয়ে আনার ব্যাপারে তারা (আওয়ামী লীগ) কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

চাষী নজরুল ইসলামের স্মৃতিচারণ করে তিনি বলেন, দেশে হাজারো নজরুল আছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যেমন একজনই, ঠিক চলচ্চিত্রের চাষী নজরুল একজনই। এদেরকে জাতি কখনই ভুলবে না।

আয়োজক সংগঠনের সভাপতি কাজীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক মাহফুজ উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য আ. ফ. ম ইউসুফ হায়দার, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, কণ্ঠ শিল্পী মনির খান প্রমুখ।

(ওএস/এএস/জানুয়ারি ১২, ২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test