E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফের কার্যালয় দখলের চেষ্টা ‘আসল বিএনপি’র, আগুন

২০১৬ জানুয়ারি ১৭ ১৭:৩৪:২৭
ফের কার্যালয় দখলের চেষ্টা ‘আসল বিএনপি’র, আগুন

স্টাফ রিপোর্টার : ‘আসল বিএনপি’র দাবিদার কামরুল হাসান নাসিমের প্রায় শতাধিক সমর্থক রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ফের দখল করতে এসে প্রতিরোধের মুখে ফিরে গেছে।

এ সময় পূর্বে থেকে কার্যালয়ে অবস্থান করা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ঘটনার সময়ে একটি গাড়িতে আগুন দেওয়া হবে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার বিকেল পৌনে ৪টার দিকে কাকরাইলের নাইটেঙ্গল মোড় থেকে কামরুল হাসান নাসিমের সমর্থকরা ‘জিয়াউর রহমানের’ নামে স্লোগান দিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন। এ সময় সেখানে আগে থেকে অবস্থান করা বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় ঢাকা মেট্রো ন-১১-৯৩৭১ নম্বরের একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। পরে পুলিশ আসার আগেই দুই পক্ষ ঘটনাস্থল ত্যাগ করে।

নিজেকে ‘আসল বিএনপি’র নেতা দাবি করা কামরুল হাসান নাসিম বলেন, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জনতার আদালত বসানো হবেই। কারণ জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী জনতার প্রতীকী নিম্ন আদালতে দুটি রায় এসেছিল। এর একটি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জনতার উচ্চ আদালত বসানো।’

এর আগে গত ২ জানুয়ারি কার্যালয় দখলের চেষ্টা করে ‘আসল বিএনপি’র নেতাকর্মীরা। তখন বিএনপির পক্ষে দাবি করা হয়, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মদদে ‘আসল বিএনপি’ নামের সংগঠনটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়েছে। এই ধরনের ঘটনা শুধু অনভিপ্রেতই নয়, সরকারি নীল-নকশার অংশ বলেও দাবি করে দলটি।

এদিকে, পরিবর্তিত পরিস্থিতিতে বিকেলে সাড়ে ৪টায় সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এতে বক্তব্য রাখবেন।

(ওএস/এইচআর/জানুয়ারি ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test