E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় বিএনপির কমিটি গঠন নিয়ে চলছে তোলপাড়

২০১৬ জানুয়ারি ১৮ ১৮:০৩:৩২
কলাপাড়ায় বিএনপির কমিটি গঠন নিয়ে চলছে তোলপাড়

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ও কুয়াকাটা পৌরসভার বিএনপির কমিটি গঠন নিয়ে চলছে তোলপাড়। রাতে নতুন কমিটি গঠন হলেও সকালে সেই কমিটি বাতিল ঘোষনা করায় স্থানীয় নেতাকর্মীরা হতবাক বনে যায়। নেতৃবৃন্দের বক্তব্য কেনই-বা কোন ঘোষনা বা গঠনতন্ত্র না মেনে কমিটি ঘোষনা করা হলো এবং কেনই-বা কয়েক ঘন্টার মধ্যে তা বাতিল করা হলো। নতুন কমিটি হাতে পেয়ে বিএনপির এক গ্রুপ মিষ্টি বিতরন করলেও কয়েক ঘন্টার মধ্যেই কেন্দ্র থেকে সেই কমিটি বাতিল হওয়ায় অন্য গ্রুপ বলে বেড়াচ্ছে একেই বলে “ ওস্তাদের মাইর শেষ রাইতে”।

জানা যায়, গত রবিবার রাতে কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি এবিএম মোশাররফ হোসেন ও সম্পাদক হুমায়ুন সিকদার এবং পৌর বিএনপির সভাপতি নুর বাহাদুর তালুকদার ও সম্পাদক অ্যাড. হাফিজুর রহমানের বর্তমান কমিটি বাতিল করে পটুয়াখালী জেলা বিএনপি। হঠাৎ করে এই কমিটি বাতিল করে অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও আলহাজ্ব মো. মনিরুজ্জামান মনির কে সম্পাদক করে উপজেলা বিএনপি এবং আলহাজ্ব নুরুল হক মুন্সীকে সভাপতি ও গাজী গোলাম সরোয়ারকে সম্পাদক করে পৌর বিএনপির কমিটি ঘোষনা করে। একইভাবে কুয়াকাটা পৌরসভার আঃ আজিজ মুসুল্লীর আহবায়ক কমিটি বাতিল করে সাইদুর রহমান সাঈদকে আহবায়ক করা হয়।

গত ২২ ডিসেম্বর কলাপাড়ায় আসার পথে সাবেক স্বরাষ্টমন্ত্রী ও পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি আলতাফ হোসেনের গাড়িবহরে হামলার ঘটনা নিয়ে বিএনপি’র গ্রুপিং স্পষ্ট হয়ে ওঠে। এ ঘটনায় গত ১১ জানুয়ারি কলাপাড়া উপজেলা বিএনপি সভাপতি এবিএম মোশারফ হোসেনকে কারন দর্শানোর নোটিশ প্রদান করেন পটুয়াখালী জেলা বিএনপি। এ নোটিশ প্রদানের ৬ দিনের মধ্যে কলাপাড়া উপজেলা, পৌর ও কুয়াকাটা পৌরসভার কমিটি ভেঙ্গে দিয়ে রোববার রাতে নতুন কমিটির অনুমোদন দেয়া হয়। কিন্তু সোমার সকালে কেন্দ্রীয় বিএনপির যুগ্মমহাসচিব ও ভারপ্রাপ্ত দফতর সম্পাদক অ্যাড.রুহুল কবির রিজভী নতুন কমিটি বাতিল করে পূর্বের কমিটি ( মোশারফ- হুমায়ুন) বহাল রাখেন।

এদিকে বিএনপির একাধিক কর্মী জানান, বিএনপির নতুন কমিটি হবে ভালো কথা। সেটা হবে তৃনমুল থেকে সবার সম্মতিতে। কিন্তু রাতে আঁধারে কমিটি দেয়ার সংস্কৃতি বিএনপিকে দূর্বল করে দেবে। কেনই বা কমিটি গঠন হলো, কেনই বা তা বাতিল হলো তা বোধগম্য না। নেতারা নেতারা এভাবে দ্বন্ধ করলে কলাপাড়ায় বিএনপির যে সাংগঠনিক ভিত্তি আছে তাও নিশ্চিহ্ন হয়ে যাবে।

এ ব্যাপারে জেলা বিএনপি ঘোষিত নতুন কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মনিরুজ্জামান মনির জানান, নতুন কমিটি সাংবাদিকদের জানানো হবে। তবে কেন্দ্র থেকে তাদের কমিটি বাতিল হয়েছে এ সংক্রান্ত কোন কাগজ তারা পাননি।

কলাপাড়া উপজেলা বিএনপি সভাপতি এবিএম মোশাররফ হোসেন জানান, নেতাকর্মীদের না জানিয়ে অগঠনতান্ত্রিকভাবে তাদের কমিটি বাতিল করে জেলা বিএনপি একটি পকেট কমিটি ঘোষনা করেছিলো। কিন্তু কেন্দ্র থেকে সেই কমিটি বাতিল করে তাদের কমিটির সাংগঠনিক কর্মকান্ড বহাল রেখেছে। বিএনপিকে দূর্বল করতে ও নেতাকর্মীদের মধ্যে গ্রুপিং সৃষ্টি করতে পটুয়াখালী জেলা বিএনপি এ কাজ করেছেন বলে তিনি জানান।

(এমকেআর/এইচআর/জানুয়ারি ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test