E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভাঙনের মুখে জাপা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান রওশন এরশাদ

২০১৬ জানুয়ারি ১৮ ২১:৪২:২৯
ভাঙনের মুখে জাপা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান রওশন এরশাদ

স্টাফ রিপোর্টার : জিএম কাদেরকে পার্টির কো-চেয়ারম্যান নিযুক্ত করায় এরশাদের সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা কমিটি গঠন করেছেন জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। এই ঘোষণার মধ্যে দিয়ে আরেক দফা ভাঙনের মুখে পড়লো সংসদের বিরোধীদল জাতীয় পার্টি।

এর আগে ১৭ জানুয়ারি রংপুরে ছোটভাই জিএম কাদেরকে কো-চেয়ারম্যান ঘোষণা করেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। এখন থেকে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান রওশন এরশাদ। এ কথা সাংবাদিকদের জানিয়েছেন জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

রওশন এরশাদের গুলশানের বাসায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদীয় দলের যৌথ সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। যদিও তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি।

সংবাদ সম্মেলনে জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘গঠনতন্ত্রে কো-চেয়ারম্যান কোনো পদ নেই। রবিবার পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রেসিডিয়ামের সঙ্গে কোনো আলোচনা ব্যতিরেকে তার আপন ভাই জিএম কাদেরকে কো- চেয়ারম্যান ও তার উত্তরাধিকারী ঘোষণা দেন। একই সাথে পার্টির সম্মেলনের জন্য জিএম কাদেরকে সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি ও রুহুল আমিন হাওলাদারকে সদস্য সচিব ঘোষণা দেন। এটা গঠনতন্ত্র বহির্ভূত।

বাবলু বলেন,‘ পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারা বলে কো-চেয়ারম্যান হিসাবে তিনি কাউকে ঘোষণা দিতে পারেন না। তার এই ঘোষণার প্রেক্ষিতে পার্টির প্রেসিডিয়াম, সংসদ সদস্য ও পার্টির হাজার হাজার কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।’

বাবলু বলেন,‘ এই বৈঠকে সর্ব সম্মতিক্রমে প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।’ আনুষ্ঠানিক এই ঘোষণার আগে জাপার নেতাদের নিয়ে কয়েকদফা রুদ্ধদ্বার বৈঠক করেন জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সংসদের বিরোধীদলের নেতা রওশন এরশাদ। সোমবার সন্ধ্যা ৬ টার পর থেকে এই বৈঠক চলে রাত ৮ টা পর্যন্ত। এর আগেও কয়েক দফা বৈঠক করেছেন রওশন এরশাদ।

বৈঠকে উপস্থিত ছিলেন; জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, পানিসম্পদ মন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, ফখরুল ইমাম এমপি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, কাজী ফিরোজ রশিদ, তাজুল ইসলাম চৌধুরী, আবুল কাশেম, খুরশীদ জাহান হক এমপি, অধ্যাপক দেলোয়ার হোসেন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী, লিলি চৌধুরী, রওশন আরা মান্নান, এ টি এম তাজ রহমান, গোলাম কিবরিয়া টিপু, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, ওমর ফারুক এমপি, সেলিম উদ্দিন এমপি, মোহাম্মদ নোমান এমপি, আমির হোসেন এমপি, এহিয়া চৌধুরী এমপি, নুরুল ইসলাম মিলন এমপি প্রমুখ।

তবে বৈঠকে উপস্থিত ছিলেন না জাপার ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা।

(ওএস/পি/জানুয়ারি ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test