E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় সোহেল তাজ না যাওয়ায় নেতাকর্মীদের মধ্যে হতাশা

২০১৬ জানুয়ারি ২৫ ১৭:৫৭:৪১
কাপাসিয়ায় সোহেল তাজ না যাওয়ায় নেতাকর্মীদের মধ্যে হতাশা



কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : ক্ষমতাসীন দলের পদত্যাগী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রী তাজউদ্দীন আহমদের এক মাত্র পুত্র তানজিম আহমদ সোহেল তাজ সোমবার কাপাসিয়া তার নিজ বাড়িতে না আসায় উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে।

গত পরশু প্রধান মন্ত্রী শেখ হাসিনার সাথে রাতে তার বঙ্গবভনের সোহেল তাজের দেখা করার পর দেশ জুরে সংবাদ ছড়িয়ে পড়ে সোহেল তাজ রাজনীতি ফিরে আসছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধাম ফেস বুক সহ বিভিন্ন গন মাধ্যমে এ নিয়ে আলোচনার ঝড় উঠে।

সোহেল তাজ আজ সকালে এলাকার স্থানীয় আওয়ামীলগের নেতাকর্মীদের সাথে বৈঠক করার কথা ছিল স্থানীয় ডাকবাংলাতে। এ সংবাদ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছড়িয়ে পড়লে সোহেল তাজকে বরণ করতে নেয়া হয় ব্যাপক প্রস্তুতি । সকালে খবর আসে অসুস্থতার কারণে তিনি আজ কাপাসিয়া আসছেন না। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করে। এদিকে কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনসুর রহমান আরিফের নেতৃত্বে মোটর সাইকেল শোভা যাত্রা বের হয়। শতাধিক হোন্ডা বহর ও নেতাকমীদের নিয়ে উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন।

তাছাড়া সকাল থেকে সোহেল তাজকে বরণ করার জন্য রাজেন্দ্রপুর, রাজাবাড়ীসহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরা কাপাসিয়া ডাক বাংলাতো জড়ো হতে থাকে। অপর দিকে বর্তমান এমপি সিমিন হোসেন রিমিরকে স্বাগত জানিয়ে বিভিন্ন সংগঠন কাপাসিয়া সদরে স্বাগত মিছিল বের করেন।

কাপাসিয়ার এমপি সিমিন হোসেন রিমি উপজেলা পরিষদের একটি সভা শেষে সাংবাদিকদের জানান, সোহেল অসুস্থতার কারনে তিনি আজ কাপাসিয়া আসেননি। রিমি আরো জানান, সোহেল তাজ আবারও রাজনীতিতে আসবেন এমন খবর গুজব। সে আর রাজনীতিকে সক্রিয় হচ্ছেন না। তিনি তার বাড়ীতে আসা ছিল পারিবারিক বিষয় ছাড়া অন্য কিছু নয়।

কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মুহাম্মদ শহীদুল্লাহ জানান, পারিবারিক কাজে সোহেল তাজের কাপাসিয়ায় তার বাড়িতে আসার কথা ছিল কিন্তু অসুস্থতার কারণে তিনি আসছেন না বলে সকালে ডাকবাংলাতে সাংবাদিকদের এ কথা জানান।

এদিকে সোহেল তাজের আসার খবর শুনে সকাল থেকে কাপাসিয়া ডাক বাংলাতে সকাল থেকে নেতা কর্মীদের উপচে পড়া ভীর লক্ষ করা গেছে। সকাল থেকে স্থানীয় সাংবাদিক জেলা ও ঢাকা থেকে মিডিয়ার সাংবাদিকরা জড়ো হতে থাকে। আওয়ামীলীগের বিতারিত নেতা কর্মীরা জানান, সোহেল তাজের কাপাসিয়া আসার খবরে প্রত্যন্ত অঞ্চলের নেতাকমীদের বাধার মুখে পড়তে হয়েছে। ওই সব নেতাকমীদের পুলিশী ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সিংহশ্রী ইউনিয়নের সেচ্ছাসেবকলীগ নেতা বিদ্যুৎ ও মুকবুল জানান, তাদেরকে আওযামী নামধারী কিছু নেতা ভয় ভীতি ও পুলিশের ভয় দেখানো হয়েছে বলে তারা দাবি করেন।

(এসকেডি/এএস/জানুয়ারি ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test