E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'মন্ত্রী দেখাইলেন মুরগি, খাওয়াইলেন ডিম'

২০১৬ জানুয়ারি ২৬ ২০:৫৯:৪৪
'মন্ত্রী দেখাইলেন মুরগি, খাওয়াইলেন ডিম'

স্টাফ রিপোর্টার : এমপিদের জন্য বিশেষ বরাদ্দের টাকার হিসাব চাইলেন স্বতন্ত্র এমপি হাজী মো. সেলিম। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের কাছে এই হিসাব চান তিনি। তবে উত্তরটি এড়িয়ে অন্য প্রসঙ্গে চলে যান মন্ত্রী।

সংসদে হাজী সেলিম বলেন, ‘দেশের মানুষ সবাই জানে রাস্তাঘাট সংস্কারে এমপিদের নামে ২০ কোটি টাকা করে বিশেষ বরাদ্দ দেয়া আছে। কিন্তু দিলেন কই? মাননীয় মন্ত্রী দেখাইলেন মুরগি, খাওয়াইলেন ডিম; এই দিয়ে কি করমু।’

ঢাকা সিটির রাস্তার বেহাল অবস্থা তুলে ধরে হাজী সেলিম বলেন, আওয়ামী লীগ সরকারের বিগত আমলে প্রশাসকরই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন চালিয়েছেন। এরপর সিটি কর্পোরেশন নির্বাচন শেষ হয়েছে। আজ ৯ মাস অতিবাহিত হচ্ছে কিন্তু এখনো সিটি কর্পোরেশনের রাস্তা-ঘাটের বেহাল দশা বলেও দাবি করেন তিনি।

জবাবে মন্ত্রী বলেন, সিটি কর্পোরেশন নিজস্ব অর্থায়নে চলে। আপনি যদি সিটি কর্পোরেশনের উন্নয়ন চান, রাজস্ব বাড়াতে চান, তাহলে সিটি কর্পোরেশনের মেয়রদের সঙ্গে বসুন, ট্যাক্স বাড়াতে চাইলে বাড়ান। এজন্য সরকারের যে যে সহযোগিতা করার প্রয়োজন করবে। আর যদি মনে করেন সিটি কর্পোরেশনের সব দায়িত্ব সরকারের তাহলে তো সিটি কর্পোরেশনের অস্থিত্বই থাকে না।

(ওএস/পি/জানুয়ারি ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test