E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘কোনো অভিযোগ থাকলে তা সুনির্দিষ্ট আকারে আসতে হবে’

২০১৬ মার্চ ০৭ ১৮:০৬:২৫
‘কোনো অভিযোগ থাকলে তা সুনির্দিষ্ট আকারে আসতে হবে’

স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, অনলাইনেও মনোয়নপত্র জমা নেওয়ার পরিকল্পনা করছি। এর আগে রিটার্নিং কর্মকর্তার পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয়েও মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করেছি। প্রার্থীরা যাতে বাধার সম্মুখীন না হন, সেজন্য সব ব্যবস্থাই করা হচ্ছে। প্রার্থীদের জন্য সব দ্বার খুলে দেবো।

সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের নিজ কার্যালয়ে এ কথা বলেন তিনি।

শাহ নেওয়াজ বলেন, এরপরও কারও কোনো অভিযোগ থাকলে তা সুনির্দিষ্ট আকারে আসতে হবে। কোনো উড়ো খবরের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া যাবে না। প্রত্যেক নির্বাচনেই আমরা শক্ত অবস্থানে থাকি। নির্বাচন কর্মকর্তাদেরও শক্ত অবস্থানে থাকতে বলা হয়। এ নির্বাচনেও শক্ত অবস্থানে থাকবো।

তিনি বলেন, ধরে নেবো যারা নির্বাচনে অংশ নিচ্ছে, তারা সবাই আমাদের সহযোগিতা করছে। আমরাও তাদের জন্য সমস্ত দ্বার খুলে দেবো।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬২ প্রার্থী নির্বাচিত হওয়ার বিষয়ে শাহ নেওয়াজ বলেন, কোথাও অনিয়ম হলো কিনা আমরা সেটি দেখবো। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলো, এটা আমাদের দেখার বিষয় নয়। আইনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিধান রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সব সুনির্দিষ্ট অভিযোগ আমলে নিচ্ছি। ফেনীর পরশুরামে মনোনয়নপত্র জমা নেওয়ার সময় একদিন বাড়ানোও হয়েছে। এরপরও কেউ ঘরে বসে থাকলে ধরে এনে নির্বাচন করানো সম্ভব নয়।

(ওএস/এএস/মার্চ ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test