E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন পেছাতে পারে’

২০১৬ মার্চ ০৯ ১৪:১২:৫৬
‘আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন পেছাতে পারে’

স্টাফ রিপোর্টার : দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ ছাড়াও নানা কারণে আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন পেছাতে পারে। এমন তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যাালয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সংগঠনটির ২০তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন ২৮ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

হানিফ বলেন, ‘আওয়ামী লীগ একটা বড় দল। সারাদেশ থেকে নেতাকর্মীরা কাউন্সিলে যোগ দেবেন। সঙ্গে মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিভিন্ন দলের নেতা কর্মীরাও সম্মেলনে আসবেন। এছাড়া এবারই প্রথমবারের মতো দলীয়ভাবে ইউপি নির্বাচন হতে যাচ্ছে, আর এই নির্বাচন জাতীয় ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকল নেতাকর্মী নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে। সব বিষয় চিন্তা করে সামনের আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সম্মেলনের তারিখ পরিবর্তন হতে পারে।’

এর আগে গত ৯ জানুয়ারি গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সম্মেলনের তারিখ ২৮ মার্চ নির্ধারণ করা হয়েছিল। পরে সম্মেলন সফল করতে উপ-কমিটিগুলো কয়েক দফা বৈঠকও করেছে।

সংবাদ সম্মেলনের আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় দফা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সম্পাদকমণ্ডলীর সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে তিন দিনের মধ্যে ইউপি নির্বাচনের তৃতীয় দফায় ৭০৯টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নাম প্রকাশ করা হবে বলে জানান হানিফ।

এর আগে আওয়ামী লীগের ১৯তম জাতীয় সম্মেলন হয়েছিল ২০১২ সালের ২৯ ডিসেম্বর। ওই কমিটির মেয়াদ শেষ হয়েছে গত ২৯ ডিসেম্বর। ১৯তম জাতীয় সম্মেলনের তিন বছর তিন মাস পর আওয়ামী লীগের ২০তম সম্মেলন হওয়ার কথা ছিল।

(ওএস/এএস/মার্চ ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test