E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে না’

২০১৬ মার্চ ১৪ ১৫:২২:৪৯
‘নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে না’

স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ব্যালটের মাধ্যমে দেশের জনগণ আর ক্ষমতা পরিবর্তনের সুযোগ পাবে না। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এদেশে নির্বাচনের মাধ্যমে এখন আর কোনো সরকার পরিবর্তন হবে না। এদেশে রাজপথে রক্ত না দিলে ক্ষমতায় পরিবর্তন সম্ভব নয়। তাই জীবন দেওয়ার প্রস্তুতি নিয়েই তরুণদের রাজপথে নামতে হবে।

বাংলাদেশ ব্যাংকের ৮ শত কোটি টাকা লুটপাটের সঙ্গে ক্ষমতাসীন দলের মন্ত্রী-এমপিরা জড়িত অভিযোগ করে তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের টাকা লুট হওয়ার পর সরকার গুজব ছড়িয়ে দিয়েছেন যে, এই সাথে হ্যাকাররা জড়িত। পরে যত দিন যাচ্ছে ততই তাদের মুখোশ উন্মোচিত হচ্ছে। আর এর সাথে যদি, সেন্ট্রাল ব্যাংকের নামের তালিকা দেখা হয় তাহলে প্রকৃত লুটপাটকারীদের নাম বের হয়ে আসবে। আর আমরা এই লুটপাটকারীদের জনসমক্ষে দেখতে চাই।’

দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে বলে মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, ‘নারী নির্যাতন, শিশু হত্যাসহ সকল দুর্নীতির সাথে ক্ষমতাসীনদের একজন করে জড়িত। আর তারাই প্রকৃত অপরাধীদের বাঁচিয়ে রাখছেন। যার ফলে প্রকৃত অপরাধীর বিচার হচ্ছে না।’

জাতীয় নির্বাচনসহ সকল নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরে মেজর হাফিজ বলেন, কোনো পাগলই বলবে না দেশে কোনো নির্বাচন কমিশন আছে। আর এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয়। কারণ তারা কোনো কাজেই ইয়েস বা নো বলে না।

সরকারের উদ্দেশে সাবেক এই মন্ত্রী বলেন, ‘উন্নয়নের কথা বলে জনগণের সাথে আর মিথ্যাচার করবেন না। কারণ দেশে এ পর্যন্ত কোনো উন্নয়ন হয়নি। উন্নয়নের কথা শুধুই আপনাদের মুখে।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা মো. আতিকুজ্জামানের সভাপতিত্বে এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহ, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ প্রমুখ বক্তব্য রাখেন।

(ওএস/এএস/মার্চ ১৪, ২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test