E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপি দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করবে না’

২০১৬ মার্চ ১৯ ১৫:০৬:০৮
‘বিএনপি দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করবে না’

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করবে না। দুর্নীতি করবেও না আর করতে দেবেও না। সকল ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।’ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল উদ্বোধন শেষে শনিবার দুপুরে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, ‘বিএনপি মনে করে সন্ত্রাসবাদ একটি জাতির জন্য অভিশাপ। তাই ক্ষমতায় আসলে এসব বাংলাদেশ থেকে দূর করা হবে। বিএনপি দেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নির্মূল করবে। এ জন্য দেশের জনগণকে আরো সচেতন করা হবে।’

দেশ থেকে নিরক্ষরতা দূর করা হবে বলেও মন্তব্য করে তিনি বলেন, দেশের মাদ্রাসা শিক্ষাকে আরো যুগোপযোগী করা হবে। এ জন্য প্রতিষ্ঠা করা হবে বিশ্ববিদ্যালয়।’

খালেদা জিয়া বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। ইতিবাচক রাজনীতির ধারা প্রবর্তন করেছিলেন।’

চেয়ারপারসন বলেন, ‘জাতীয়তাবাদী দল বিএনপি অতীতে বিরোধী দলে থাকতেও দেশকে এগিয়ে নেওয়ার রাজনীতি করে এসেছে। গঠনমূলক সমালোচনা ও পরামর্শ দিয়ে এসেছে। কিন্তু কখনো ক্ষমতাসীন দলের ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।’

‘বিশ্ব এখন বদলে গেছে’ উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘বিশ্ব এখন বদলে গেছে। সকলেই তাদের মেধা দিয়ে নিজেদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু মেধা ও দক্ষতা থাকা সত্বেও আমাদের দেশ এখনও পিছিয়ে রয়েছে। দেশে নাগরিকদের জানমালের নিরাপত্তা নেই এখন। জাতি হিসেবে আমাদের বর্তমান এখন সংকটে আর ভবিষ্যৎ অন্ধকার-অনিশ্চিতে। এ পরিস্থিতিতে জাতিকে দেখাতে হবে নতুন দিক-নির্দেশনা।’

কাউন্সিলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, তরিকুল ইসলাম, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হানান শাহ , ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, সেলিমা রহমান, উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ড. ওসমান ফারুক, এম এ মান্নান, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী প্রমুখ কাউন্সিলে উপস্থিত আছেন।

এতে ২০ দলীয় জোটের নেতাদের মধ্যে রয়েছেন ড. কর্নেল অলি আহমেদ, সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বীর প্রতীক, মাওলানা আব্দুল হালিম, শফিউল আলম প্রধান, ফরিদুজ্জামান ফরহাদ, মোস্তাফিজুর রহমান ইরান, সাহাদৎ হোসেন সেলিম, রেদোয়ান আহমেদ, খন্দকার লুৎফর রহমান, মুফতি মোহাম্মাদ ওয়াক্কাস, খন্দকার গোলাম মোর্তজা, মহিউদ্দিন ইকরাম, হামদুল্লাহ আল মেহেদী, মোস্তফা জামাল হায়দার, গোলাম মোস্তাফা ভূইয়া প্রমুখ।

কাউন্সিলে বিদেশি অতিথিদের মধ্যে যুক্তরাজ্যের পার্লামেন্টে বিরোধী লেবার পার্টির সদস্য সিমন ডান্স জাক, মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির এমপি সাইমুন ব্যাঞ্জক, ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য ফিল বেনিওনর উপস্থিত আছেন।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসূফ হায়দার, অধ্যাপক সুকোমল বড়ুয়া, সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ, রুহুল আমিন গাজী, এম আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত আছে

(ওএস/এএস/মার্চ ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test