E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সৈয়দ আশরাফের বক্তব্য সঠিক নয় : রিজভী

২০১৬ মার্চ ২০ ১৫:৫৭:২০
সৈয়দ আশরাফের বক্তব্য সঠিক নয় : রিজভী

স্টাফ রিপোর্টার :বিএনপি'র কাউন্সিলে আসার আমন্ত্রণ পত্র সৈয়দ আশরাফ পাননি- এই বক্তব্যটি সঠিক নয় বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ। রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আশরাফের মত একজন জাতীয় নেতা মিথ্যা কথা বলছে আমি তা বলবো না। আমি ভদ্রচোতি ভাবে বলতে চাই তিনি অসত্য কথা বলছেন। বিএনপির একটি প্রতিনিধি দল ধানমন্ডী আওয়ামী লীগের কার্যালয়ে আমন্ত্রন কার্ড পৌঁছে দিয়ে এসেছিল।

বিএনপির এই নেতা জানান, শনিবার বিএনপি'র ষষ্ঠ জাতীয় সম্মেলন ও কাউন্সিল-২০১৬ অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। দুঃখের বিষয় কাউন্সিলে আসা বাগেরহাট জেলাধীন মোল্লারহাট উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাজী আবদুল হান্নান বাড়ি ফেরার পরপরই ইন্তেকাল করেছেন। আমি দলের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

সংবাদ সেম্মলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জেড এম ডা. জাহিদ হোসেন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।

(ওএস/এস/মার্চ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test