E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভোটগ্রহণ শেষে চলছে গণনা

২০১৬ মার্চ ৩১ ১৮:০৪:৩৩
ভোটগ্রহণ শেষে চলছে গণনা

নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন এলাকার ৬৩৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ শেষ হয়েছে।

কয়েকটি ইউপিতে অনিয়ম, কেন্দ্র স্থগিত ইত্যাদি বিচ্ছিন্ন ঘটনার পর ভোটগ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার বিকাল চারটায়। তবে ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে কোনো ভোটার কোনো কেন্দ্রে থাকলে তিনি বিকাল চারটার পরেও ভোট দিতে পেরেছেন।

এখন পর্যন্ত ১৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত এবং নির্বাচনী সহিংসতায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সূত্র।

এখন ভোট গণনার কাজে ব্যস্ত রয়েছেন নির্বাচনী কর্মকর্তারা।

দেশের নির্বাচন উপযোগী প্রায় সাড়ে চার হাজার ইউপিতে ছয় ধাপে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসি। এবার প্রথমবারের মতো ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয়ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

সকাল ৮টা থেকে দ্বিতীয় ধাপের ৪৭টি জেলার ৬৩৯টি ইউপির নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। ৬ হাজার ২০৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। এতে ১ কোটি ১২ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান।

এ ধাপে ৬৩৯ ইউপিতে মোট ৩০ হাজার ৩৮৩ জন প্রার্থী রয়েছেন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ২ হাজার ৬২৬ জন। সংরক্ষিত নারী সদস্য পদে ৬ হাজার ৪৯৮ জন, সাধারণ সদস্য পদে ২১ হাজার ২৫৯ জন।

এসব ইউপিতে মোট ভোটার ১ কোটি ১২ লাখ ১২ হাজার ৩৩৪ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ৬ হাজার ২০৫টি। ভোটকক্ষ ২৩ হাজার ২১টি।

নির্বাচনে মোট ১ লাখ ২ হাজার ২৬৮ জন ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে প্রিজাইডিং অফিসার ৬ হাজার ২০৫ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৩২ হাজার ২১ জন ও পোলিং অফিসার ৬৪ হাজার ৪২ জন।

দ্বিতীয় দফায় আওয়ামী লীগের ৩১ জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

(ওএস/এএস/মার্চ ৩১, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test