E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এখনো শংকামুক্ত নন ফরিদপুরের আ.লীগ নেতা বাবুল

২০১৬ এপ্রিল ০১ ১৮:৩৪:১৭
এখনো শংকামুক্ত নন ফরিদপুরের আ.লীগ নেতা বাবুল

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত আওয়ামীলীগ নেতা এডভোকেট বদিউজ্জামান বাবুল এখন ঢাকার পঙ্গু হাসপাতালের কেবিনে রয়েছেন। শুক্রবার হাসপাতালে গিয়ে জানা যায়, তার অবস্থার খানিকটা উন্নতি হলেও তিনি শংকামুক্ত নন। তাকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সংকটজনক অবস্থায় হেলিকপ্টার যোগে ফরিদপুর থেকে তাকে ঢাকায় আনা হয়।ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তির পর বাবুলকে জরুরি ভিত্তিতে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানে তার শরীরে জরুরি কয়েকদফা অপারেশন করা হয়।

উল্লেখ্য, সদ্য বিলুপ্ত ফরিদপুর জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট বদিউজ্জামান বাবুলকে গত বুধবার রাতে ফরিদপুর শহরের সুপার মার্কেটের সামনে সন্ত্রাসীরা নৃশংসভাবে কুপিয়ে জখম করে। সংকটজনক অবস্থায় তাকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিরাপত্তাজনিত কারণে বাবুলের পরিবার বুধবার রাতে উন্নত চিকিৎসার জন্য বাবুলকে ফরিদপুর থেকে ঢাকা নেওয়ার সাহস পায়নি। বৃহস্পতিবার সকালে তাকে হেলিকপ্টার যোগে ফরিদপুর থেকে ঢাকা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়।

একাধিক বিশ্বস্ত সূত্র দাবি করেছে, ফরিদপুর জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন গত বুধবার তার দলীয় নেতা কর্মীদের নিয়ে টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করতে। সৈয়দ মাসুদের সাথে ছিলেন বদিউজ্জামান বাবুলও।

একটি সূত্র দাবি করেছে, বঙ্গবন্ধুর মাজার জিয়ারতে সৈয়দ মাসুদের সঙ্গী হওয়া ও জেলা আওয়ামীলীগের সাম্প্রতিক সম্মেলনে সাধারণ সম্পাদক হিসেবে প্রকাশ্যে সৈয়দ মাসুদকে সমর্থন করার কারণেই দলেরই একটি গ্রুপের মদদে সন্ত্রাসীরা আওয়ামীলীগ নেতা বদিউজ্জামান বাবুলকে নৃশংসভাবে কোপায়। অবশ্য ফরিদপুরে এই ধরণের সন্ত্রাসী হামলার ঘটনা নতুন নয়। একই স্টাইলে এর আগে সন্ত্রাসী হামলার শিকার হন প্রবীন আওয়ামীলীগ নেতা ও মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন নূর মোহম্মদ বাবুল, স্বেচ্ছাসেবক লীগ নেতা শওকত আলী জাহিদ ও ফরিদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলক সেন। ফরিদপুর পুলিশ কোনও হামলার ঘটনারই কূলকিনারা করতে পারেনি।

(পিএস/এএস/এপ্রিল ০১, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test