E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরে বিএনপি-আ’লীগের পাল্টাপাল্টি অভিযোগ

২০১৬ এপ্রিল ০৮ ১৭:৪০:২১
নাটোরে বিএনপি-আ’লীগের পাল্টাপাল্টি অভিযোগ

নাটোর প্রতিনিধি : নাটোর সদর উপজেলায় তৃতীয় দফায় ৭ ইউপি নির্বাচন নিয়ে নানান অভিযোগ করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি ও আওয়ামীলীগ। শুক্রবার দুপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সদর উপজেলা বিএনপি এবং বেলা তিনটায় কান্দিভিটুয়া জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপজেলা আওয়ামীলীগ।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা সুষ্ঠ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, নাটোর সদরের ৭ ইউনিয়নে বর্তমানে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ নেই। সরকার দলীয় লোকজন বিএনপি প্রার্থী সহ তাদের সমর্থকদের মারপিট ও হুমকি-ধামকি দিয়ে প্রচারে বাধা দিচ্ছে। নির্বাচন থেকে দূরে রাখতে প্রার্থীদের নামে মিথ্যা মামলাসহ অস্ত্রের মুখে জিম্মি করে প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারে বাধ্য করা হয়েছে। বিএনপি নেতারা নির্বাচনের আগেই সরকারি দলের সশস্ত্র ক্যাডারদের অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি প্রার্থী ও সাধারণ ভোটারদের নিরাপত্তার দাবি জানান। একই সাথে তিনি গোলাম সারোয়ারের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক আমিনুল হক, উপজেলা বিএনপির সভাপতি রহিম নেওয়াজ, তেবাড়িয়া ইউনিয়নের বিএনপি প্রার্থী গোলাম সারোয়ার, কাফুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী খবির উদ্দিন শাহ, লক্ষিপুর খোলাবাড়িয়ার রফিকুল ইসলাম,হরিশপুরের মাহতাব উদ্দিনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

অপরদিকে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ বিএনপির এসব অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যাচার বলে দাবি করেছেন। একইদিনে পাল্টা সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনু বলেন, নৌকার বিজয় নিশ্চিত জেনে নির্বাচন কে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি এ ধরনের অপচেষ্টা চালাচ্ছে । সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যডভোকেট এম আব্দুল মালেক শেখ, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, তেবাড়িয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এমআর/এএস/এপ্রিল ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test