E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দেশে বাক স্বাধীনতা নেই, নেই লেখার স্বাধীনতা’

২০১৬ এপ্রিল ১৬ ১৩:৩২:১৫
‘দেশে বাক স্বাধীনতা নেই, নেই লেখার স্বাধীনতা’

ঠাকুরগাঁও প্রতিনিধি : সাংবাদিক ও বুদ্ধিজীবী শফিক রেহমানকে গ্রেফতারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এতে প্রমাণ হয় দেশে গণতন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই, নেই লেখার স্বাধীনতা। 

শনিবার সকালে ঠাকুরগাঁও পৌর গোয়ালপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) নির্বাচিত মেয়র অধ্যাপক আব্দুল মান্নানের বিরুদ্ধে এই সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে একাধিক মামলা দায়ের করে। মুক্তি পাওয়ার পর শুক্রবার রাতে তাকে আবারো গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

মেয়র মান্নানকে গ্রেফতারের প্রসঙ্গে তিনি বলেন, এই সরকার ভোটার বিহীন ও অনির্বাচিত হওয়ায় তারা নির্বাচিত কোনো মানুষকে পছন্দ করেন না। সেজন্য অধ্যাপক আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, মুক্তিযোদ্ধা নুর করিমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে শহরের সেনুয়াপাড়া পুরতন গোরস্থানে বাবার কবর জিয়ারত করেন মির্জা ফখরুল।

বিএনপির পূর্ণাঙ্গ মহাসচিব হওয়ার পর এটি তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে প্রাথম সফর। শনিবার বিকেল ৩টায় তিনি ঢাকার উদ্দেশ্যে ঠাকুরগাঁও ত্যাগ করবেন।

(ওএস/এএস/এপ্রিল ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test