E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৯ জুন সারাদেশে বিএনপির প্রতিবাদ সভা

২০১৪ জুন ০৫ ১৫:২৮:২৩
৯ জুন সারাদেশে বিএনপির প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার : অপহরণ, গুম ও খুনের প্রতিবাদে সোমবার সারাদেশে জেলা সদরগুলোতে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে ১৯ দলীয় জোট। বুধবার রাতে চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ১৯ দলীয় জোটের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান রিজভী।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

খালেদা জিয়া জঙ্গিবাদের নেত্রীতে পরিণত হয়েছে-তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর এই বক্তব্যে পরিপ্রেক্ষিতে রুহুল কবির রিজভী বলেন, অবৈধভাবে তিনি মন্ত্রী হয়েছেন। নিজের এই অবৈধ চাকরিকে টিকিয়ে রাখার জন্য এবং অবৈধ প্রধানমন্ত্রীকে খুশি রাখতে তিনি এ ধরণের উস্কানিমূলক বক্তব্যে দিচ্ছেন।

শেখ হাসিনার একগুয়েমির কারণে রাজনীতির ময়দান শান্ত, নিরাপদ ও গণতান্ত্রিক হয়ে উঠেনি বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজের ছাত্রদলের কর্মী মো. তৌহিদুল ইসলামের হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।

এছাড়া ১৯ দলীয় জোটের বৈঠকে অবৈধ সরকারের মদদে অপহরণ, গুম, খুন ও র‌্যাবের অনৈতিক কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়, ঢাকা মহানগরীতে সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়, সীমান্তে বিজিবির নায়েক সুবেদার মিজানুর রহমানের নিহতের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করাসহ মানুষের মনে স্বস্তি, শান্তি, ও নিরাপত্তা ফিরিয়ে আনার দাবি জানানো হয় এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।


(ওএস/এটিআর/জুন ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test