E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুই মামলায় আদালতে হাজিরা দিলেন ফখরুল

২০১৪ জুন ০৮ ১০:৪৪:০৪
দুই মামলায় আদালতে হাজিরা দিলেন ফখরুল

স্টাফ রিপোর্টার : গত বছরের মার্চ মাসে রাজপথে ত্রাস ও যানবাহনে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার সকাল ১০টায় তিনি আদালতে হাজিরা দেন। যদিও এ সময় নির্ধারিত ছিল সকাল সাড়ে ১০টা।

পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মাইনুল ইসলাম ভূঁইয়া পরবর্তী শুনানির দিন ধার্য করেন ১০ আগস্ট।

এ সময় আদলতে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মওদুদ আহমদ, আমানুল্লাহ আমান, শরাফত আলী সপু, হাবিবুন নবী সোহেলসহ ২০ জন।

ফখরুল ইসলামের অন্যতম আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলা দুইটির মধ্যে একটি পল্টন থানায় ও অপরটি শাহজাহানপুর থানায় দ্রুত বিচার আইনের মামলা।

দুটি মামলারই চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল রবিবার। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১০ আগস্ট।

মামলা দুটির অন্যতম আসামিরা হলেন- মওদুদ আহমদ, আব্দুল্লাহ আল নোমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমানসহ প্রায় ৪৬ জন।

এদিকে, এ মামলার অন্যতম আসামি সাদেক হোসেন খোকা এ সময় আদালতে উপস্থিত ছিলেন না। তিনি আদালতে অনুমতি নিয়ে চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন।

এ দুটি মামলা বাদেও মির্জা ফখরুলের একই আদালতে অন্য একটি মামলার শুনানির দিন ধার্য হয়েছে ১০ আগস্ট।

(ওএস/এইচআর/জুন ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test