E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খালেদার মালয়েশিয়া সফর ষড়যন্ত্রের আভাস

২০১৪ জুন ০৮ ১৪:৫২:২৪
খালেদার মালয়েশিয়া সফর ষড়যন্ত্রের আভাস

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মালয়েশিয়া সফরে দেশের বিরুদ্ধে আরেকটি নতুন ষড়যন্ত্রের আভাস।

রবিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ আয়োজিত ছয় দফা দিবস ও চলমান রাজনীতি শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া মালয়েশিয়া যাচ্ছেন, সেখানে তার ছোট ছেলে কোকো অবস্থান করছেন। আর লন্ডন থেকে নাকি তারেক রহমানও মালয়েশিয়া যাচ্ছেন চিকিৎসার জন্য। এতদিন শুনেছি সারা পৃথিবী থেকে লন্ডনে মানুষ চিকিৎসার জন্য যায়। এখন দেখি তারেক রহমান লন্ডন থেকে মালয়েশিয়ায় যাচ্ছেন। এদিকে খালেদা জিয়াও নাকি যাবেন। যদি এটি একটি পরিবারের মিলনমেলা হয়, তাহলে আমাদের কিছু বলার নেই। কিন্তু আমাদের কাছে খবর আছে যে, সেখানে শুধু পারিবারিক মিলনমেলা হবে না, বাংলাদেশকে নিয়ে আরেকবার ষড়যন্ত্র ও রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য বৈঠক হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন সাবেক এই বনমন্ত্রী।

বেগম খালেদা জিয়া আপনি এর আগে দেশে অরাজকতা সৃষ্টি করে দেশের সাধারণ মানুষ হত্যা করেছেন। এবার মালয়েশিয়া গিয়ে যদি কোন প্রকার ষড়যন্ত্র করেন, সরকার তা কঠোর হস্তে দমন করবে। কারণ, ২০০৯ সালের চেয়ে ৫ জানুয়ারির সরকার আরো বেশি শক্তিশালী বলে হুঁিশায়ারি উচ্চারণ করেছেন হাছান মাহমুদ।

তিনি আরও বলেন, প্রতিবারই বাজেটের পর বিরোধীদল ও স্বঘোষিত বুদ্ধিজীবীরা বাজেটের ভুল খোঁজার চেষ্টা করেন। প্রতিবারের বাজেট নাকি উচ্চাভিলাষী হয়। আমরা তো প্রতিবছর এই উচ্চাভিলাষী বাজেটের ৯৬ শতাংশ বাস্তবায়ন করি। কারণ, আমাদের উচ্চাভিলাষ রয়েছে। আমার পরামর্শ থাকবে আপনারাও উচ্চাভিলাষী হোন।


সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মো: বাচ্চু সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মো: ফয়েজ উদ্দিন মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার লুৎফর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মো: আসাদুজ্জামান দুর্জয়, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রমুখ।

(ওএস/এটিআর/জুন ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test