E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রধানমন্ত্রীর প্রলাপ বন্ধ হলেই সংলাপ

২০১৪ জুন ১০ ১৯:১১:০২
প্রধানমন্ত্রীর প্রলাপ বন্ধ হলেই সংলাপ

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রলাপ বন্ধ হলে সংলাপ, অন্যথায় নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার বিকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত প্রার্থনা সভায় এ কথা জানান তিনি।

গয়েশ্বর বলেন, ‘শেখ হাসিনা সংলাপ করবেন কি করবেন না সেটা তার ব্যক্তিগত বিষয়। বেগম খালেদা জিয়া সংলাপের জন্য সারাজীবন শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে থাকবেন না। বেগম জিয়ার সময় হলে তিনি জনগণকে নিয়ে রাজপথে নেমে পড়বেন।’

তিনি বলেন, ‘সমঝোতার জন্য বঙ্গবন্ধু একাত্তরে ইয়াহহিয়া খানের সঙ্গে সংলাপে বসেছিলেন। সে কথা আমাদের স্মরণে রাখতে হবে। কিন্তু বর্তমান স্বৈরাচার সরকার দেশে একনায়কতন্ত্র কায়েম করতেই সংলাপে রাজি হচ্ছে না।’

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, ‘বেশি পাওয়ার লোভ আমাদের পরিহার করতে হবে। কারণ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সহজে ক্ষমতা ছাড়বে না। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। কারণ আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প পথ নেই।’

জিয়াউর রহমানকে নিয়ে সরকারের মন্ত্রীদের কুৎসা রটানোর নৈতিক অধিকার নেই মন্তব্য করে গয়েশ্বর বলেন, ‘সরকারের মন্ত্রী-এমপিদের জ্ঞানের অভাব রয়েছে। আর সে কারণে তারা জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।’

শেখ হাসিনা দেশের গণতন্ত্রকে নির্বাসনে দিয়ে স্বৈরতন্ত্র ও নিজের ইচ্ছেতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছেন বলে মন্তব্য করেন তিনি।

আয়োজক সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট গৌতম চক্রবতীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক জয়ন্তু কুমার কুণ্ডু, নির্বাহী কমিটির সদস্য অপূর্ণা রায়, যুবদলের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দেবাশীস রায় মধু, ছাত্র দলের সহ-সভাপতি তরুণ দে প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এটিআর/জুন ১০, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test