E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

না.গঞ্জে আকরামের নির্বাচন পরিচালনায় ৩০১ সদস্যের কমিটি

২০১৪ জুন ১১ ০৯:১২:০৩
না.গঞ্জে আকরামের নির্বাচন পরিচালনায় ৩০১ সদস্যের কমিটি

নারায়ণগঞ্জ প্রতিনিধি : আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের উপ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নাগরিক ঐক্যের উপদেষ্টা ও এ আসনের সাবেক এমপি এস এম আকরামের নির্বাচনী পরিচালনায় ৩০১ সদস্যের নারায়ণগঞ্জ নাগরিক পরিষদ গঠিত হয়েছে।

মঙ্গলবার রাতে শহরের টানবাজার সংলগ্ন থানা পুকুরপাড়ে তার নিজ বাসভবনে ‘খুন, গুম অপহরণ রুখে দাড়াও জনগণ’ শীর্ষক মতবিনিময় সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়। পরিষদের উপদেষ্টা হচ্ছেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য শফিউদ্দিন আহমেদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম চৌধুরী বাবুল।

পরিষদের আহবায়ক হচ্ছেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান। যুগ্ম আহবায়কেরা হলেন, জেলা খেলাঘর আসনের সভাপতি রথিন চক্রবর্তী, গণফোরাম জেলা শাখার সভাপতি দেলোয়ার হোসেন চুন্নু, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি হালিম আজাদ, ন্যাপের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আওলাদ হোসেন, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, জেলা জাসদের অ্যাডভোকেট খলিলুর রহমান, গণতন্ত্রী পার্টির হাজী মাহতাব উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সদস্য মো. শহীদুল্লাহ।

সদস্য সচিব মনোনীত করা হয়েছে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। যুগ্ম সদস্য সচিব হলেন, খেলাঘর আসরের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য জহিরুল ইসলাম জহির। মত বিনিময় সভায় বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি আমান উদ্দিন আমান, বন্দর থানা আওয়ামী লীগের নেতা আব্দুল কাদির মিয়াসহ অনেকে বক্তব্য রাখেন।

মত বিনিময় সভায় এস এম আকরাম বলেন, ত্বকী হত্যার প্রতিবাদে আয়োজিত একটি সভায় আমি বলেছিলাম যতদিন পর্যন্ত এ সরকার ক্ষমতায় থাকবে ততদিন ত্বকী হত্যার বিচার হবে না। এতকিছু হওয়ার পরেও এত প্রমাণ থাকার পরেও খুনিদের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হলো না। ৠাবের চাকরিচ্যুত ২ কর্মকর্তার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি কেন প্রকাশ করা হচ্ছে না। ৭ দিনেও কেন কেউ গ্রেফতার হচ্ছে না। নারায়ণগঞ্জে একটার পর একটা হত্যা চলছেই।

এখন অনেকেরই নারায়ণগঞ্জের লোক পরিচয় দিতে লজ্জিত বোধ হয়। এই অপবাদ ঘোচানোর জন্যই আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। সেলিম ওসমানের ১৮৩ কোটি টাকার সম্পদ রয়েছে। আমার হয়তো একশ ভাগের এক ভাগ হবে। তবে আমি সম্পদকে সম্পদ দিয়ে মোকাবেলা করতে চাই না। জনগণই আমার সম্পদ। বিগত দিনে আমি কারো ভয়ে মাঠ ছাড়িনি।

(ওএস/এইচআর/জুন ১১, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test