E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দলের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি ছুটছেন আইভী

২০১৬ ডিসেম্বর ০৩ ১৭:১৬:২২
দলের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি ছুটছেন আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে রাজনৈতিক কোন্দল মেটাতে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী দলের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি ছুটছেন। সবার সঙ্গে হাসি মুখে কথা বলছেন এবং নৌকার পক্ষে মাঠে নামার অনুরোধ করছেন।

এছাড়া আওয়ামী লীগের রাজনীতি করলে এবং বঙ্গবন্ধুর আদর্শ থাকলে কোনো ব্যক্তির কুপরামর্শ না শুনে শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান আইভী।

শনিবার সকালে মহানগরের সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন ডা. আইভী। এ সময় দলীয় নেতা-কর্মীদের বাড়িতে গিয়ে মতবিনিময় করেন তিনি।

এদিকে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান অনুসারী নেতাদের কাছে গিয়ে দলীয় কোন্দলের চিন্তা ভাবনা বাদ দেয়ার অনুরোধ করেন ডা. আইভী।

তবে শামীম ওসমানপন্থী আওয়ামী লীগ নেতারা এখনো আইভীর বিরুদ্ধে কথা বলছেন। যার কারণে প্রশ্ন থেকেই যাচ্ছে শেখ হাসিনার নির্দেশ থাকা সত্ত্বেও শামীম ওসমানপন্থী নেতারা আইভীর পক্ষে কাজ করবেন কিনা।

এদিকে শুক্রবার নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের একটি সভায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আইভীর প্রতি ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন নেতা অভিযোগ করেন, দলের নেতা-কর্মীদের খোঁজখবর নিচ্ছেন না ডা. আইভী। নিবাচনী কাজে কাউকে ডাকছেন না।

এছাড়া নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় আওয়ামী লীগের প্রার্থী হওয়া সত্ত্বেও দলীয় কোন নেতাকর্মীকে অবগত করেননি আইভী। আইভীর বিরুদ্ধে বিগত সময়ের অনেক কথা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীরা।

শনিবার স্থানীয় এলাকাবাসীর সঙ্গে দেখা করে দোয়া প্রার্থনা করেন ডা. আইভী। সকালে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন আইভী। পরে মজিবুর রহমান আইভীকে আশ্বাস দেন নৌকার পক্ষেই কাজ করবেন তারা।

দুপুর পৌনে ১২টায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়ার বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় ইয়াছিন মিয়া নৌকা ফুলের তোড়া দিয়ে আইভীকে স্বাগত জানান।

সিদ্ধিরগঞ্জের আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতা শামীম ওসমান বলয়ের নেতা হিসেবে পরিচিত।

এদিকে সিদ্ধিরগঞ্জে নির্বাচনী প্রচারণায় বিভিন্ন এলাকার ভাঙা রাস্তা দেখে ডা. আইভী দুঃখ প্রকাশ করে বলেন, পুনরায় নির্বাচিত হয়ে যেসব রাস্তা ভাঙা রয়েছে তা নির্মাণ করা হবে।

এ সময় সিটি কর্পোরেশনের ২৭ ওয়ার্ডের মধ্যে সিদ্ধিরগঞ্জের ১ নং ওয়ার্ডে কাজ কম হয়েছে বলেও স্বীকার করেন তিনি।

ডা. আইভী বলেন, আগামীতে নির্বাচিত হলে ১নং ওয়ার্ড থেকেই কাজ শুরু হবে। ১ নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তা টেন্ডার হয়ে আছে নির্বাচনের জন্য কাজ শুরু করতে পারি নাই।

(ওএস/এএস/ডিসেম্বর ০৩, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test