E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘উন্নয়নের ধারাবাহিকতা রাখতে বর্তমান সরকার এবং আমাকে প্রয়োজন’

২০১৬ ডিসেম্বর ১২ ১৬:২৬:২৮
‘উন্নয়নের ধারাবাহিকতা রাখতে বর্তমান সরকার এবং আমাকে প্রয়োজন’

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, সাখাওয়াত হোসেন শীতলক্ষ্যা সেতু করে দেবেন বলে যে প্রতিশ্রুতি দিচ্ছেন তা তিনি কীভাবে করবেন। উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে বর্তমান সরকার এবং আমাকে প্রয়োজন আছে। মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই এ সেতু করে দেবেন।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ১২নং ওয়ার্ডের ইসদাইর উত্তর, মাসদাইর, গলাচিপা ও চাষাঢ়ায় গণসংযোগের সময় তিনি এ কথা বলেন।

আইভী বলেন, শীতলক্ষ্যা সেতু করে দেয়ার প্রতিশ্রুতি আমি আগে কখনো দেইনি। বিগত পাঁচ বছর অনেক চেষ্টা করেছি সেতু করার জন্য। আমি সিটি কর্পোরেশনের মাধ্যমে ৫নং খেয়াঘাট এলাকা দিয়ে সেতুটি তৈরি করতে চাচ্ছি। সেটার কাজও অনেক দূর এগিয়েছে। এ সেতু নির্মাণে আমি চেষ্টা করবো।

তিনি বলেন, গ্যাসের একটা সমস্যা নারায়ণগঞ্জে আছে। ইতোমধ্যে আমি প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। এখন হয়তো গ্যাসের চাপ কিছুটা কমে গেছে। তবে গ্যাসের কাজ এখানে চলছে। তাই দয়া করে এ নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। পানির সমস্যা ঢাকা ওয়াসার কাজ সেটা ওয়াসা দেখবে। কিন্তু এ কাজটাকে সহযোগিতার জন্য আমাদের যতটুকু সহযোগিতা প্রয়োজন সেটা করবো।

আইভী কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারেনি বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেনের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আইভী বলেন, এ বিষয়ে জনগণ বলবে, আমি বলবো না। উন্নয়ন করেছি কি না করেছি সেটা জনগণই ভালো বলতে পারবে।

তিনি বলেন, দিনের পর দিন নির্বাচনের চিত্র বদলাচ্ছে। যদি নির্বাচন কমিশন মনে করে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন রয়েছে তাহলে তারা সেই বিষয়ে ব্যবস্থা নেবে। এ ব্যাপারে আমার কিছু বলার নেই।

গণসংযোগকালে আইভীর সঙ্গে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/ডিসেম্বর ১২, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test