E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় আওয়ামী লীগের বিদ্রোহী  প্রার্থী নজরুল ইসলামের জয়লাভ

২০১৬ ডিসেম্বর ২৮ ১৬:১৭:৪৬
সাতক্ষীরায় আওয়ামী লীগের বিদ্রোহী  প্রার্থী নজরুল ইসলামের জয়লাভ

সাতক্ষীরা প্রতিনিধি : উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরায় জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ ও ভোট গণনার কাজ শেষ হয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদকে ৪৭০ ভোটে হারিয়ে জয়লাভ করেছেন বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

সকাল ৯ টা থেকে শুরু করে দুপুর দু’ টো পর্যন্ত জেলার ১২ টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ১৫ টি কেন্দ্রের মধ্যে তালার পাটকেলঘাটা হারুনার রশীদ কলেজ , দেবহাটার সখিপুর কলেজ ও শ্যামনগর উপজেলা পরিষদ হলরুম কেন্দ্রে মোট ১৬ টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের ভোট গ্রহন স্থগিত করে নির্বাচন কমিশন। অবশিষ্ট কেন্দ্রের ৮৪৪ জন ভোটারের মধ্যে ৮২৬জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে। তাদের মধ্যে পুরুষ ভোটার ৭৪৭ ও নারী ভোটার ৯৭ জন। এর মধ্যে মুনসুর আহম্মেদ আনারস প্রতীকে ১৭৮ ভোট ও মোটর সাইকেল প্রতীক নিয়ে নজরুল ইসলাম পেয়েছেন ৬৪৮ ভোট।

সকালে চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

ভোট কেন্দ্র ও এর আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।সাতক্ষীরা জেলা নির্বাচন কমিশনার এইচএম কামরুল হাসান নজরুল ইসলামের জয়লাভের বিষয়টি নিশ্চিত করেছেন।

(আরকে/এএস/ডিসেম্বর ২৮, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test