E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‌্যালী

২০১৭ জানুয়ারি ০৪ ১৬:৩২:৫০
বাগেরহাটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‌্যালী

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে নানা কর্মসুচীর মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার দুপুরে শহরের রেলরোডস্থ দলীয় কার্যালয় থেকে জাতীয় ও দলীয় দলীয় পতাকা সম্বলিত একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালীতে জেলা ও উপজেলা থেকে আগত হাজার হাজার ছাত্রলীগ নেতাকর্মীরা অংশ নেয়।

এর আগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তলোন, ছাত্রলীগের প্রতিষ্ঠাতা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরে নেতাকর্র্মীরা ৬৯ পাউন্ডের একটি কেক কাটেন।

পরে জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ব রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু। অন্যান্যেও মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগ নেতা অম্বরিষ রায়, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, সদর থানা যুবলীগের আহবায়ক লিটন সরকার জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশান, সহ-সভাপতি ইমরুল কায়েস,কাজী মনজুর হাসান উল্কা, অনিক সাহা, দপ্তর সম্পদাক মো. ফয়সাল, পৌর ছাত্রলীগের সভাপতি উজ্জল সাহা, সাধারন সম্পাদক রানা সরদার, সরকারী পি সি কলেজ ছাত্র সংসদেও সভাপতি সরদার ইয়াসির আরাফাত নোমানসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। বক্তারা বলেন, স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেও প্রতিটি অর্জনে ছাত্রলীগ অগ্রনী ভুমিকা পালন করছে। এছাড়া দেশে স্বাধীনতা বিরোধী চক্রের সড়যন্ত্র প্রতিহত করতে সব সময় প্রস্তুত রয়েছে। ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

(একে/এএস/জানুয়ারি ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test