E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এ মাসেই নতুন জোটের ঘোষণা দিবেন এরশাদ

২০১৭ এপ্রিল ১০ ২১:২৭:৪৮
এ মাসেই নতুন জোটের ঘোষণা দিবেন এরশাদ

নরসিংদী প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ৩০ থেকে ৪০টি রাজনৈতিক দল আমার সঙ্গে যোগাযোগ করেছে। আশা করি এ মাসেই মধ্যেই নতুন জোটের ঘোষণা দিতে পারবো।

সোমবার নরসিংদী পৌর ঈদগাহ ময়দানে জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, আমরা শক্তি সঞ্চয় করছি, জনগণ আমাদের সঙ্গে আছে। দেশ চালানোর মতো আমার যোগ্যতা আছে।

দেশবাসীর কাছে আহ্বান জানিয়ে এরশাদ বলেন, হয়তো এটিই আমার শেষ নির্বাচন। আমাকে আরেকবার সুযোগ দিন। ক্ষমতায় গেলে আমি একটি সুখি ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলবো। এ সময় আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেয়ার ঘোষণা দেন হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেন, ২৫/৩০ বছর ধরে আমার বিরুদ্ধে অসংখ্য মামলা ঝুলছে। আওয়ামী লীগ-বিএনপি যারাই যখন ক্ষমতায় এসেছে তারা তাদের দলীয় লোকজনের অসংখ্য মামলা প্রত্যাহার করেছে। কিন্তু আমার একটিও মামলা প্রত্যাহার করা হয়নি। আমার প্রতি কেউ সুবিচার করেনি।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, আলমগীর শিকদার লোটন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ভুইয়া, কেন্দ্রীয় নেতা আবু সাঈদ স্বপন প্রমুখ।

(ওএস/এএস/এপ্রিল ১০, ২০১৭)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test