E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এমপি রানার জামিন, টাঙ্গাইলে মিষ্টি সংকট

২০১৭ এপ্রিল ১৩ ২০:৪১:০২
এমপি রানার জামিন, টাঙ্গাইলে মিষ্টি সংকট

টাঙ্গাইল প্রতিনিধি : কয়েক দফা ব্যর্থ হওয়ার পর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এমপি রানার পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার।

এর আগে সর্বশেষ ৩০ মার্চ তার জামিন প্রশ্নে রুল উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট।

গত ১৮ জানুয়ারি বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এমপি রানাকে কেন জামিন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন।

গত বছরের ১১ ডিসেম্বর বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি এ কে এম সাহিদুল হক এবং ২৮ নভেম্বর সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের বেঞ্চ রানার জামিনের আবেদন কার্যতালিকা থেকে বাদ দেন। ০৯ অক্টোবর বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর বেঞ্চও এ আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।

আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় দায়ের করা মামলায় এমপি রানা গত বছরের ১৮ সেপ্টেম্বর আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠান টাঙ্গাইলের বিচারিক আদালত।

এদিকে এমপি রানার মুক্তির খবরে আনন্দমিছিল ও শোভাযাত্রা করেছে টাঙ্গাইল জেলার বিভিন্ন সংগঠন। এছাড়া ছাত্র-যুব-আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা মিষ্টি বিতরণ করেছেন।

ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জানান, এমপি রানার অন্তর্বতীকালীন জামিনের খবরে তাঁর নিজ এলাকা ঘাটাইলে উৎসবের আমেজ শুরু হয়েছে।

এমপি রানার নির্বাচনি এলাকা ঘাটাইলের আশিক মিষ্টান্ন ভাণ্ডারের আশিক ঘোষ জানান, এমপি রানার জামিন হবার খবরের পর থেকেই মিষ্টি সব শেষ হয়ে গেছে। যত প্রকার মিষ্টি ছিলো স্থানীয় নেতাকর্মীরা কিনে বিতরণ করেছেন।

জীবন মিষ্টান্ন ভান্ডারের জীবন ঘোষও একই কথা জানান। তিনি বলেন, এমপি সাহেব জামিন পেয়েছেন, তাঁর জামিনের খুব শুনে হিন্দু মুসলিম সকলেই মিলে মিশে উৎসব পালন করছে। তাছাড়া আজ চৈত্র সংক্রান্ত। মিষ্টি কিনতে এসে অনেকেই ফিরে গেছেন।

ঘাটাইল কলেজ রোডের তিনতারা মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী জানান, দুপুরের পর থেকেই তাঁর সকল মিষ্টি শেষ হয়ে গেছে।

মজার বিষয় হলেও সত্যি শুধু তাই নয়, এমপি রানার মুক্তির প্রভাব পড়েছে টাঙ্গাইল সদরেও।

টাঙ্গাইল সদরের টাঙ্গাইল সুইট মিটের মালিক আবদুস সামাদ জানান, দুপুরের পরেই তার স্টকে থাকা সকল মিষ্টি শেষ হয়ে গেছে।

এ বিষয়ে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেখুন এমপি রানা একজন আলোচিত ব্যক্তি। তাছাড়া টাঙ্গাইলে আওয়ামী লীগের রাজনীতিতে তাঁদের পরিবারের বিশেষ প্রভাব রয়েছে। তাই এমনটা হওয়া স্বাভাবিক। তা ছাড়া তাঁদের পরিবার থেকে বার বার অনেকই জনপ্রিতিনিধি নির্বাচিত হয়েছিলেন। এর প্রভাব তাই টাঙ্গাইলে পড়েছে।

(ওএস/অ/এপ্রিল ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test