E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপির আন্দোলন টেমস্ নদীর পাড়ে’

২০১৭ সেপ্টেম্বর ১৫ ২১:০৭:০০
‘বিএনপির আন্দোলন টেমস্ নদীর পাড়ে’


হুমায়ূন কবির জীবন, কুমিল্লা : আন্দোলনের ডাক দিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া টেমস্ নদীর পাড়ে চলে গেছেন উল্লেখ করে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি-বাংলাদেশ নালিশী পার্টি। তারা আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ। আন্দোলনের ডাক দিয়ে তাদের নেত্রী টেমস্ নদীর পাড়ে চলে গেছে। বিএনপির আন্দোলন এখন টেমস্ নদীর পাড়ে খালেদা জিয়ার ভ্যানিটি ব্যাগে।

শুক্রবার কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেলপথ মন্ত্রী মুজিবুল হক, সংসদ সদস্য তাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ওবায়দুল কাদের আরো বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের পক্ষে কাজ করার আহবান জানান তিনি।

তিনি বলেন, একজন রাজনীতিবীদের জীবনে মানুষের ভালোবাসার চেয়ে বড় কিছু নেই। দেশের মানুষকে খুশি করাই রাজনীতি। উন্নয়ন দিয়ে, আচরণ দিয়ে দেশের জনগণকে খুশি করতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দলের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। যারা মানবেন না, তারা দলকে সরে দাঁড়ান। দলের আপনাদের প্রয়োজন নেই। কুমিল্লায় দলের নেতারা সিদ্ধান্ত মানেন না। শেখ হাসিনার সিদ্ধান্ত অমান্য করেন, নৌকার বিরোধীতা করেন। নেতাকে আগে দলের প্রতি, নৌকার প্রতি অনুগত হউন। দলে খারাপ লোকদের টানবেন না। যে শৃঙ্খলা মানে না তার দরকার আওয়ামী লীগে নেই।

ওবায়দুল কাদের বলেন, নেতাদের উদ্দেশ্য বলতে চাই। মনে-চেতনায় ঐক্য গড়ে তুলুন। অতীতে আপনাদের কোন্দল আমাদের অনেক ক্ষতি করেছে। ঘরের মধ্যে ঘর, মশারির মধ্যে সহ্য করা হবে না। সব নেতা, কর্মী নেই। কর্মী কমে গেছে, নেতা বেড়ে গেছে, কর্মী থাকতে চায় না, নেতা হতে চায়। পোস্টার লাগানোর লোক পাওয়া যায় না।

(এইচকেজে/এএস/সেপ্টেম্বর ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test