E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুখ তুমি অহমিকা

২০২০ আগস্ট ১৮ ২৩:৪৪:২০
সুখ তুমি অহমিকা








 

ফিরোজ খান

ভালো আছি বললেই কি ভালো থাকা জীবনে?
মনে লুকিয়ে কষ্টের কথা,ভালো সাজি সকলে
হাসির অন্তরালে থাকে কষ্টের ঐশ্বর্য ও অহমিকা
তবুও ভালো আছি জীবনের প্রতিটি সকালে।
-
মহান আল্লাহর সৃষ্টির সেরা হিসেবে মানুষ জাতি
তবুও মানুষের সঙ্গে মানুষের ঝগড়া বিবাদ হয়,
কারণ অকারণে চলে হানাহানি মারামারি বাস্তবে
তবুও কষ্টের মাঝে পেয়েছি জীবনে যুদ্ধের জয়।
-
আলো আঁধার নিয়ে জীবনের পথ চলা সকলের
মানুষকে অবহেলা করে কখনও জীবন সুখী নয়,
ঘৃণা,হিংসা,লোভ জীবনে পতন ঘটায় সবসময়
আল্লাহকে ভয় করে জীবন যাপন করতে হয়।
-
সুখের জন্য কষ্টকে আপস করতে হয় সকলকে
সুখ লুকিয়ে থাকে মানুষের কষ্টের অন্তরালে,
ভালো আছি শতভাগ কষ্টের সঙ্গে যুদ্ধ করে
কষ্টের পরে সুখ আসেকোনো এক শুভ সকালে।
-
মানুষের প্রতি সবসময় সন্মান শ্রদ্ধা দেখাতে হয়
গরীব অসহায় মানুষেকে সাহায্য করতে হয়,
আল্লাহ গরীব হিসেবে সৃষ্টি করে পাঠায়নি
অসৎ,জীবন যাপন মানুষের সুখের জন্য নয়।
-
টাকার পাহাড় হলেই জীবন সুখের হতে পারে না
সৎকর্ম সৎ জীবন যাপন সবসময় সুখের,
আমি আল্লাহর প্রতি বিশ্বাস করে বেঁচে আছি
সুখ লুকিয়ে থাকে মানুষের মনের ভেতর।

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test