E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বদরুল হায়দার’র একগুচ্ছ কবিতা

২০২১ ফেব্রুয়ারি ০৫ ১৯:১৫:২৯
বদরুল হায়দার’র একগুচ্ছ কবিতা







 

স্বল্পদৈর্ঘ্য অনুভুতি

স্বল্পদৈর্ঘ্য অনুভুতির হৃদয়ে ঘুমে থাকে মন।
বিলাসবহুল স্বপ্ন ডিজিটাল ঋণে মনের কিনারে বাসা বাঁধে।
দেশ প্রেমের মিনারে ওড়ে লাল সবুজের অজয় পাতাকা।
তুমি মধ্য আয়ের ভঙ্গীতে মেলে ধরো পাখা।

আন্তঃনির্বাসনের আবেগ জড়ো হয় প্রাণে। মায়াজালে
প্রেমের শাসনে তুমি উড়ে বেড়াও স্বপ্নের উজানে।

হোসিয়ারি মনে প্রেম কিনে বেলা ডুবে হয় দূর্বিপাক।
ত্যাগ তিতিক্ষার ঝড় ওঠে নিরাবেগ স্মৃতির বিষাদে। আমি
পাষাণের মন্ত্রধ্যানে চির অভিমানে ভাসাই দুঃখ।

দোল খাওয়া রাত্রির এলোমেলো বিপত্তিতে নামে
প্রেম সংকট। ব্যর্থতা গোগ্রাসে বহুমনে ছড়ায় ব্যাকুলতা।

আনন্দ বেদনা যুগপদ সন্ধি করে বাসনাকে ঘিরে।
ট্রেকিং হ্যাকিংয়ের মহোৎসব চলে তত্ত্বজ্ঞানে। আমি
বেদনার জ্যামে ব্যাপকতার প্রাণে হারাই উদাসে।

উদারতার বাক্সে চালান দিয়েছি আকূলতা।
বদান্যতায় বোধের অনুকূলে ফোটে অনন্যার তোষামদ।

প্রেমের ফিলিং স্টেশনে


হঠাৎ মনের রেমিট্যান্সে ভোগান্তির শেষ নেই।

ডাউন পেমেন্টে চলে নগদ কিস্তিতে হৃদয়ের
রেজিস্টেশন ও ইন্স্যুরেন্স। তুমি ক্রিস্টাল ক্লিয়ার
হেড লাইটে তোমার অন্তদৃষ্টি রেখেছো বহাল।

প্রেমের ফিলিং স্টেশনের দাহ্য প্রেমে মনের কিনারে
ইস্যুতেও কোলাহল। সফলতা সর্বকালের পাষাণে
আসন পেতেছে বাহুবলে। ডিলার ও ডিষ্টিবিউটরে
আমিও তোমার জাগতিক বিরূপ শাসনে হই মহাকাল।

ভাগ্যাবান প্রাণের পরশে থাকে অভিমান।
তিলোত্তমা তোমার গোপন জানালার তালা খোলো ?
ভালোবাসার আসনে বেদনার ধুপকাটি জ্বেলে ।
সন্ধ্যার অতিথি করো প্রাণের উত্তাল।

নাটকীয়তায় রাত কাটে পূর্ণিমার অভিমানে।
তুমি সুপার ফাষ্ট হ্যান্ডওয়াসে মনের
কালোদাগ সাফ করে প্রেমের মাতাল।

সুজন তোমার বহুমন ব্যাপকতা ঘিরে নির্ঘাত আমিও
প্রিয়জন ভুলে ভালোবাসার ফুলে দুলে হই দিকপাল।


ডিজিটালে ভালোবাসার পাতালে

দূরে গেলে ভালোবাসার কদর বাড়ে।
সদর দরজা খুলে চোখ মেলে ভালোবাসা
পরিণত হয় প্রেমে। জ্যামে পড়ে না আমার স্বপ্ন।

কষ্টবীন আর বব মার্লিনের গান জড়ো হয় মনে।
আমি বেদনার ভীড় ঠেলে ইস্যুতে সিজির বৈঠকের
প্রেমের টিস্যুতে মুছে ফেলি ভিসুবিয়াসের চোখ।

তোমার অজ্ঞাত প্রয়োজন শতভাগ স্তব্ধতায়
মেলে ধরে শাপেবর। শুধু ভালোবাসারা পাল্টায়
প্রতিদিন প্রযুক্তি নির্ভর।

রীতিনীতি ও ভীতির অগোচরে জমা হয় প্রতিশ্রুতি।
চমক ও ব্যস্ততায় প্রত্যাহার হয় আবেগের ধারাবাহিকতা।
নির্বোধের ব্যাকরণে যুক্ত হয় প্রেমের শহর।

শীতল পরিতৃপ্তিতে চলে ভিত্তিহীন আকুলতা। তুমি
মনোজগতের কোষে অবশেষে বিষাদের চির অভিসারে
মুখ খোলো ঘোলাজলে।

প্রিয় হৃদয়ের সুর নত হয় দূরের আকাশে। স্যাটালাইটের
অভিলাষে হ্যাক হয় স্বপ্নের ঠিকানা। ফেজবুকে
তুমি আনমনা বসন্তের ষোলআনা পাঠ শেষে
নিরামিশে শুরু করো প্রেম প্রযোজনা।
আমি ডিজিটালে ভালোবাসার পাতালে ডুবে
খুঁজি তোমার অজানা।


তুমি শুধু মনের সেতারা


দেখা হলে এখন সময় নেই বলে পাশ কাটো।
বোধের অধিক দিনলিপি তোমার অজান্তে, আমি
যুথবদ্ধ করে উদাসীনতার সাথে পা বাড়াই।

সময় ও শান্তনার গতিবেগে ইচ্ছাগুলো তুমি
তোমার অস্তিত্বে লুকিয়ে রেখে হয়েছো আত্রাই।

নিরবতার প্রামাণ্য ঢেউ আছড়ে পড়েছে মনে।
মূলধনে কালের দহনে বৈরী বিপদসংকুল
অপারগতা টেনে আনে।

সুনীল আকাশে রাতগুলো ডুবে থাকে সূর্যের গোপনে।
মনের প্রবাসে তুমি বাঁধন হারার ব্যাপকতায়
হয়ে ওঠো ধ্রুবতারা দরদী ব্যাকুল।

শ্বাসরুদ্ধ আতঙ্কের সংঘবদ্ধ সকাল প্রাণঢালা
বিরোধ উপেক্ষা করে টানে স্মৃতি মনোহর।

তুমি শুধু মনের সেতারা বাকিটুকু ডুবে আছে
প্রয়োজনে।

ভালোবাসতে জানাটা খুবই দুর্লভ


ভালোবাসতে জানাটা খুবই দূর্লভ। পক্ষপাত দুষ্ট
বহুমুখী মিলন মেলায় পুষ্ট হচ্ছে আন্তরিক চোখ। নেতিবাচক
দূর্দশা নটফ্লিক্সে মনের দোকানে
তোমার সাজানো অভিমানে হয় প্রতারক।

ব্যর্থ উদারতায় সময় বৃদ্ধির দৃশ্যমান নিশ্চয়তার
অফারে দফারফায় হৃদয় খোলে। মুক্ত অবকাশে
চেনা মুখ হয়ে ওঠে বিরুদ্ধ অচেনা।

বিশুদ্ধতার চাদর মুড়ে তোমার হৃদয় নাকি
ক্যাশব্যাকে অবাক প্রেমের হতবাকে দূর্দান্ত অফার।
আমি শ্বাসরুদ্ধ আতঙ্কের প্রাণঢালা বিরোধের
সাথে তোমাকে আলাদা করে খুঁজি ব্যর্থ সমাচার।

বসন্তের গোপন কথাটি মনে রাখতে পারোনি।
সুরম্য আঁধারে তোমার গতি পথ ছিলো রহস্য
সাঁতার। আমি বিরোধের আত্মকথা সেরে গৃহফিরি
তোমার বিরহে।

গন বিজ্ঞপ্তিতে প্রেমে প্রত্যয়ন ও নিবন্ধনের
খেলাচলে মনের গোচরে। তথ্যগুণে
ফাগুনের আগুনে তুমি ও আমি আত্মবৈপরীত্যে
পাড়ি দিই বেদনার ঠিকানায়।

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test