E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জহির খান’র তিনটি কবিতা

২০২১ মে ০৯ ১৩:১৭:২৪
জহির খান’র তিনটি কবিতা







 

ও মায়া মেঘ


ও মায়া মেঘ একটু কথা বলো - বলো
একটুখানি বসো কৃষকের বৈঠকখানায়
চেয়ে থাকো গ্রামের আল পথ ধরে...
যে পথ ধরে আমার বহুকাল অপেক্ষা
কেটে যায় এক বসন্তের প্রথম সর্ম্পক

এখন
ও মায়া মেঘ একটু কুয়াশা উড়াও - উড়ো
প্লিজ মন খারাপ করোনা আমিতো এমনি

মাতাল হাওয়া

আমি নেই নেই কোথাও নেই
এই বেশ নেই পুরোনো শহর
স্মৃতি কথা কাকে বন্ধক দেই
তবুও বলিও তার তারপর

চুপচাপ পুষে অভিমান রাখো
টুপটাপ বসে কাম পুষি দ্রোহে

দেখি পোষা কুকুর সদর উঠোন
নুয়ে পরা হেমা মাসির ঘর- ছায়া
এই হারায় দূরে কোথাও বিষন্ন-

দুপুর রোদ মায়া কি এমন ভাবো ?
হে নুরজাহান বেগম অসংখ্য নামে

কেমন আছে সঁপে দেয়া মাতাল হাওয়া
রাত নদী দিলে এক বোল টুকরো গন্ধ


লোপাট সুখ

তবুও এই বেশ জীবন সাঁতার
কেটে টুকরো টুকরো করে নাও
সদর দরবারের বিনোদন প্লেটে
দেখো কত-শত কিশোরীর ক্ষত
তবুও এই বেশ যাপনের যাত্রা

কাটা গলায় শহরের দিকে তাকিয়ে
আমিও বলি এই শহরের নাগরিক
ততক্ষণে খবরের কাগজের ফুল
সুগন্ধী উপহার দিতে পারেনি

ফিরিয়ে আনতে ব্যর্থ হয় প্রিয়মুখ
অথচ, কারো কারো মুখে বুলি ফুটে
আই এম সো সরি, কী করবো?
ঘুমিয়ে পড়ে ভুল-বাল পলিসি

এখন সময়ের বাল ছেটে ফেলে
রাতভোর জাগো, জাগো কমরেড
জাগো মানুষের প্রেম, জাগো বাঙালি

অতঃপর
প্রতি প্রিয় বন্ধু আমার অপেক্ষা
বছরের পর বছর সচল রাখো প্রেম
সচল রাখো আমাদের এই প্রতিবাদ

জহির খান
কবি ও চলচ্চিত্র নির্মাতা
জন্ম- ১ জানুয়ারি ১৯৮১

প্রকাশিত কাব্যগ্রন্থ : অননুমোদিত কবিতা, নিয়মের কোন গতিই মিথ্যানা, অভ্যন্তরীণ কবিতা

ইতোমধ্যে দেশ ও দেশের বাইরে বিভিন্ন সংকলনে সংকলিত হয়েছে তাঁর কবিতা, অনুদিত হয়েছে ইংরেজী ভাষাতেও। জনপ্রিয় লিটলম্যাগ "লোক" সহ বেশ কিছু জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকা, অনলাইন ব্লগ ও ছোটকাগজে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। শূন্য দশকের অন্যতম কবি হিসেবে বেশ পরিচিতি পেয়েছেন,একাধিকসাহিত্য সম্মাননা ও পুরস্কার পেয়েছেন দেশ ও দেশের বাইরের বিভিন্ন সংগঠন ও পত্রিকার পক্ষ থেকে।দীর্ঘদিনসম্পাদনা করেছেন "রাস্তা" (শিল্প সাহিত্য বিষয়ক কাগজ)চতুর্থ বই "খান সাহেবের কবিতা" প্রকাশের অপেক্ষায়

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test