E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বদরুল হায়দার’র তিনটি কবিতা 

২০২১ মে ৩১ ১৬:৫২:১২
বদরুল হায়দার’র তিনটি কবিতা 







 

প্রেমের অভিবাধন


ভালোবাসার আশাকে তুমি পাষানের মনে

লুকাতে চেয়েছো। কর্মযোগে ভোগের বিলাসে

যোগ করেছো স্বপ্নকে। বাজার মূল্যের

রেডিমনে আমদানি করো বাণিজ্য আবেগ।

সীমানার দাগ টেনে বুকে নিই হৃদয়ের পরিসীমা

অজানা দুঃখ মেনে আসে বুকের জমিনে।

দিনও রাতের অবয়ব পাল্টে যায় লোভের উজানে।

চাঁদ তারা নক্ষত্রের আলো জ্বেলে মুছে দেয়

কালোরঙ বেদনার উচাটন।

সত্য সুন্দর আনন্দধারা পৃথিবীতে নেমে আসে।

প্রেম চিরায়ত বাঁধন হারার গান গেয়ে

আলোমতি প্রেম কুমারের কাহিনীতে

হৃদয় আবেগে হয় সোনাবান।

কিস্তিমাতে স্বার্থের আঘাতে ভালোবাসার বান-তুফানে

বিশ্বাসের দীর্ঘশআসেসে বেঁচে থাকে যন্ত্রনার অপ্রিয় জীবন।

না বলা কথার বন্দি মনের সিটিতে ভালোবাসার

মুখোমুখি হয় স্মৃতির অবদমন।

প্রতারণা চেহারা পাল্টাচ্ছে ডিজিটালে। আমি

বিশ্ব ভাবনায় ন্যায় ও শান্তিকে সঙ্গী করে

ভালোবাসি প্রেমের অভিবাধন।

বিরহের হৃদরোগ

ভালোবাসার কথায় ইদানিং বরফ গলে না।

বন্দিদশা আর দিল ভরসার যাতাকলে

মন ভোমরার গুঞ্জন করে দরিয়ার কূলে

স্বপ্নময়ী বিবিধ দূষণ।

সমযোতা মমতা আদর মানবতা ভুলে তুমি

নিঃসঙ্গের মাতালে পাষাণের প্রাণে টানো বিরোধীতা।

হরিদাস প্রেমের কপালে জন্ম নেয় রসিকতা। ব্যর্থতার

অপারগতায় মন ভুলে যায় বৈষম্যের অমরতা।

সভ্যতার ভরসা নদীর বাঁকে নৈর্ব্যক্তিক কুটক্তি আমাকে

আশাহত করে।

ভালোবাসার নিষিদ্ধ নিয়ন্ত্রণে প্রতিদিন যুক্ত হয়

ভাবের প্রযুক্তি। নির্মোহ নিয়তি প্রেমে ধরা দেয়

অশান্ত উজানে। স্মৃতিভারা বেদনার দামে ক্রয় করি

বিস্মৃতির দুখের সাহারা।

বোধের খরায় নামে কান্নাভরা ভাবাবেগ।

ভালোলাগার আরোগ্য প্রেম দুঃখ বিরাগে টানে

বিরহের হৃদরোগ।

স্বপ্নতারা দুঃস্বপ্নের আকাশে বন্দি মনের সারৎসার

ভালোবাসা শব্দটি এখন প্রেমহীন হতাশার কারাগার।

স্বপ্ন পরবাসি

নিজেকে বিলিয়ে দেওয়ার আক্ষেপ তোমাকে ঘিরে।

পরিবেশ বান্ধব মনস্ফিতির পদক্ষেপ চলে আবেগ নিরাপত্তায়।

ভার্চুয়াল প্রেমের দখলে নামে লাভ উইদ আউট হাট।

গাফিলতির বাণিজ্য সংক্রান্তি।

আমি অন্তর খেলাপীর ঋণে তদন্তের অধীনে জীবনে

ঘুরে দাঁড়াই শঙ্কায়। হোঁচট খাওয়া আশঙ্কায় মেগাপ্রেমে

নিজেকে জড়াই মন কোয়ারেন্টাইনে।

হৃদয় অবগতির রসি টেনে ধরি অভিমানে। অনড় লকডাউনে

তুমি প্রযুক্তির কারিগরি ভুলে সুদাসলে বাজার বৈষম্যে রাখো

সুবিধার খোলামন।

সার্ভার জটিলতায় হৃদয় সংঘে ঢুকে পড়ে নতুন প্লে-ব্যাক।

রেকর্ড রেমিটেন্সের স্বপ্ন তোমাকে পাষানী করে তোলে।

রেডিমনে তোমার অবহেলার ভাইরালে তুমি

মন সিন্ডিকেটে ভাগ বসাও পেপার ফ্লাই প্রেমে।

দুঃখবহরে দূর্ঘটনার কবলে পড়ে আনন্দের ঢেউলাগা প্রাণ।

শান্তনার মহাসমাবেশে জীবন অচেনা হেসে ভুলে থাকি

প্রিয়দের প্রতারণা প্রলোভন।

বিরহীপ্রীতির ইতিটেনে আস্থার ভ্যাক্সিনে আমি

সরেজমিনে প্রেমের আত্মীয়করণে হই স্বপ্ন পরবাসি।

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test